এখন পড়ছেন
হোম > জাতীয় > মানুষ মমতা ব্যানার্জীর ছবি দেখে ভোট দেন,সিবিআই নিয়ে লাফালাফি করার কিছু নেই:অভিষেক

মানুষ মমতা ব্যানার্জীর ছবি দেখে ভোট দেন,সিবিআই নিয়ে লাফালাফি করার কিছু নেই:অভিষেক


গোটা দেশে মোদী বিরোধীতায় বর্তমানে প্রধান মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দীর্ঘদিন ধরেই বাংলার প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তৃনমূল নেত্রীকে।এবার দলনেত্রীর দেখানো পথেই বিজেপি বিরোধীতাকে হাতিয়ার করলেন তৃনমূলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।সম্প্রতি ডায়মন্ডহারবারের এক জনসভা থেকে বিজেপিকে তুলোধোনা করেন তৃনমূলের এই সাংসদ। ভোটের আগে বিরোধীরা অভিযোগ করেছিল যে তাঁদের প্রার্থীই দিতে দেওয়া হচ্ছে না।এ প্রসঙ্গে এদিনের সভা থেকে অভিষেক বলেন,”বিরোধীদের তরফে দেওয়ার মত কোনো প্রার্থীই নেই।রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই সদ্য সমাপ্ত পঞ্চায়েতে ও মহেষতলায় তৃনমূলকে নির্বাচিত করেছে।”তৃনমূল যে সবসময়ই মানুষের পাশে থাকে এদিন নিজের বক্তব্যে তাও তুলে ধরেন তৃনমূলের এই যুবরাজ।তিনি বলেন,”ভোটের সময় ভেসে থাকা তৃনমূলের উদ্দেশ্য নয়।সারাবছর তাঁরা মানুষের কাজ করেন।”রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,দলের কাছে অভিযোগের ভিত্তিতেই এই বক্তব্যের মধ্যে দিয়ে তৃনমূলের এই নেতা আদতে নিজের দলের অনেক কর্মীদেরকেই সতর্ক  করলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত উল্লেখ্য,সম্প্রতি পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মী খুনের অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে।এদিনের সভা থেকে বিজেপির করা সেই অভিযোগকে খন্ডন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”পাঁচ পাঁচজন চিকিৎসক এই মৃত্যুকে আত্মহত্যা বলে অভিহিত করেছেন।আমাদের কাছে যে কোনো মৃত্যুই দুঃখের।কিন্তু তৃনমূল এ ঘটনায় জড়িত না থাকা সত্তেও যেভাবে ওরা(বিজেপি)কুৎসা করছে তা কাম্য নয়।আসলে বিজেপির কাজই হল সব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগ তোলা।”

বিজেপি সূত্রে খবর,তাঁদের এই দলীয় কর্মীদের মৃত্যুর তদন্তের ভার যাতে সিবিআইয়ের ওপর দেওয়া যায় তা নিয়ে আদালতে যাচ্ছে তাঁরা। এ ব্যাপারেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন তৃনমূল যুব সভাপতি।তিনি বলেন,”সিবিআইয়ের ক্ষমতা সম্পর্কে আমাদের জানা আছে।জ্ঞানেশ্বরী কান্ড,রবি ঠাকুরের নোবেল চুরি সহ একাধিক ঘটনায় তদন্তই শেষ করতে পারেনি সিবিআই।ফলে সিবিআই নিয়ে এত লাফালাফি করার কিছু নেই।”রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন,2019 এর লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বিজেপির বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক শক্তিপ্রদর্শনের খেলায় নেমেছে এরাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস।এদিন তৃনমূলের সেকেন্ড ইন কমান্ডের কথায় তা আরও স্পষ্ট হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!