মমতাকে সুস্থ হয়ে ওঠার বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ,জেনে নিন জাতীয় রাজ্য June 1, 2019 ভোটের মরশুমে মেদিনীপুরে ভোট প্রচারে যাওয়ার সময় জয় শ্রী রাম ধ্বনি দিয়েছিলো কিছু বিজেপি কর্মী সমর্থক। আর তাই দেখে গাড়ি থামিয়ে মুখমন্ত্রী তাদের দিক এটারে গিয়ে ছিলেন ,আর বলেছিলেন ‘কি রে পালাচ্ছিস কেন? আয় , আয়। হরিদাস সব; মমতাকে গালাগালি দিচ্ছে। আর যার পর গ্রেফতার করা হয়েছে সেই কর্মী সমর্থকদের। আর তার পর রাজ্যের অনেক তৃণমূল নেতার প্রচারেও এই জয় শ্রী রাম ধ্বনি দিতে দেখা গেছে। আর এদিন ফের ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান উঠলো। আর সেই শুনেই মেজাজ হারালেন তিনি। এদিন নৈহাটিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়ি ফেরানোর দাবি নিয়ে ধর্না মঞ্চে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যাবার পথে বেশ কিছু যুবক তাঁকে দেখেই ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করে যার ফলে রীতিমতো চোটে যান তিনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে রীতিমত যুবকদের দিকে তেড়ে যান সাথেই বলেন , ‘‘ব্যাটা বিজেপির বাচ্চা। ডাকাত। ক্রিমিনাল। সব কটাকে তাড়িয়ে ছাড়ব। অ্যাই.. যার খাবে তার…’৷ এখানে এসে থাকছ, আমাদের পয়সায় চলছ… এরপরেই পুলিশকে পুরো বিষয়টি দেখে নেওয়ার নির্দেশ দেন তিনি। এর পর ফের নৈহাটির ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর যাত্রা পথেই বারংবার উঠছে ‘জয় শ্রীরাম’ ধ্বনি৷ তাতেই মেজাজ হারাচ্ছেন তিনি৷ তাই মমতাকে বাবুল সুপ্রিয়র টিপস ‘সুস্থ হয়ে উঠুন৷’ মুখ্যমন্ত্রীর আরোগ্য কামোনায় কেন্দ্রীয় বনও জলবায়ু প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইটে লেখেন ও সঙ্গেই জুড়ে দেন বৃহস্পতিবার নৈহাটিতে ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরুদ্ধে মমতার অসন্তোষের ভিডিও-টি৷ যদিও এই নিয়ে এখনো তৃণমূলের তরফ থেকে পাল্টা কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত জানান -