এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীকে চাপে ফেলতে এবার তাঁর দেখানো পথেই মেট্রো চ্যানেলে ‘ধর্ণার রাজনীতি’ করে ঝড় তুলতে চায় গেরুয়া শিবির

মুখ্যমন্ত্রীকে চাপে ফেলতে এবার তাঁর দেখানো পথেই মেট্রো চ্যানেলে ‘ধর্ণার রাজনীতি’ করে ঝড় তুলতে চায় গেরুয়া শিবির


লোকসভা ভোটের মুখে রাজ্যের তৃণমূল সরকারকে চাপে ফেলতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলকেই হাতিয়ার করতে উদ্যোগী হলেন দিলীপ ঘোষেরা। ঠিক যে জায়গায় দিন কয়েক আগে তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন,এবার সেই স্থানেই অবস্থান বিক্ষোভ করার জন্যে কোলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে বসল বিজেপি। মেট্রো চ্যানেলে বিজেপির ধরনায় বসার খবর চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিকমহলে।

বিজেপি সূত্রের খবর বলছে,আগামী ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি মেট্রো চ্যানেলে ধর্না করার জন্য অনুমতি চেয়ে ই-মেলের মাধ্যমে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে রাজ্য বিজেপি। গণতন্ত্র বাঁচাও’ শিরোনামে ধর্নাটি করতে চাইছে বিজেপি। ‘রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করা’ কে সামনে রেখে আগামী তিনদিন মেট্রোচ্যানেলে অবস্থান বিক্ষোভ করার আবেদন রেখেছে তাঁরা।

রাজ্যবিজেপির তরফ থেকে জানানো হয়েছে,তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে সব রাজনৈতিক দলই মেট্রো চ্যানেলে ধরনায় বসার অনুমতি পেত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ম পাল্টে দিয়ে জানিয়েছিলেন,শহরের প্রাণকেন্দ্র মেট্রো চ্যানেলে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না।

এ প্রসঙ্গে রাজ্যবিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান,এর আগে যতবারই মেট্রো চ্যানেলে ধর্না করার জন্য বিজেপি অনুমতি চেয়েছে ততোবার ট্রাফিক আইনের অজুহাত দিয়ে সে কর্মসূচি বানচাল করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার সেই মুখ্যমন্ত্রী কীভাবে মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রশ্ন ছোঁড়া হয় বিজেপির তরফ থেকে। মুখ্যমন্ত্রী যদি ওই স্থানে ধর্নায় বসতে পারেন তাহলে অন্য রাজনৈতিক দলও ওখানে ধর্নায় বসতে পারে,এই মর্মে সোমবারই কোলকাতা পুরসভা এবং কোলকাতা পুলিশকে চিঠি দিয়ে ধরনায় বসার আবেদন জানিয়েছে রাজ্য বিজেপি।

উল্লেখ্য,সারদা কাণ্ডে বেশ কিছু জিজ্ঞাসাবাদের জন্যে সিবিআই কোলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দিলে প্রতিবাদে গত ৩ থেকে ৫ ফেব্রুয়ারি মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সংবিধান বাঁচাও’ নাম দিয়ে ধরনা মঞ্চ থেকে মোদী সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে মোদী সরকার প্রতিহিংসামূলক রাজনীতি করছে,এই অভিযোগে সরব হন তিনি।

পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ধরনা তুলে নিতে হয় নেত্রীকে। মুখ্যমন্ত্রী যখন সংবিধান বাঁচানোর কর্মসূচি নিয়ে মেট্রো চ্যানেলে ধরনায় বসতে পেরেছেন,বিজেপিকেও গনতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করতে ওই স্থানে ধরনায় বসতে দেওয়া হবে,এমনটাই আশা করছে মুরলীধর লেনের কর্তারা। এখন এই প্রেক্ষিতে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় সেটা নিয়েই কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!