এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ধরনায় মমতা: সেদিন সিবিআইয়ের দাবিতে ধরনায় বসে রাজ্যলাভ, আজ “দেশ বাঁচাতে” সিবিআইয়ের বিরোধিতায়

ধরনায় মমতা: সেদিন সিবিআইয়ের দাবিতে ধরনায় বসে রাজ্যলাভ, আজ “দেশ বাঁচাতে” সিবিআইয়ের বিরোধিতায়


কথায় আছে ইতিহাসের বারে বারে পুনরাবৃত্তি হয়। আর বঙ্গ রাজনীতিতে সেই ইতিহাসকেই যেন ফের আরও একবার বাস্তবের মাটিতে এনে দেখালেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ বাম আমলে যত বারই অত্যাচার হয়েছে, ঠিক ততবারই কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলকে প্রতিবাদের স্থান হিসেবে বেছে নিয়েছেন বাংলার অগ্নিকন্যা।

জানা যায়, 1993 সালে প্রথমবার এই মেট্রো চ্যানেলে ধরনায় বসে রাজ্য রাজনীতিকে কাঁপিয়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই বিগত বাম আমলে সিঙ্গুর আন্দোলনে নিহত তাপসী মালিকের মৃত্যুতে 2006 সালে সিবিআই তদন্তের দাবি তুলে 27 দিন এই মেট্রো চ্যানেলে বসেই ধর্ণা চালিয়েছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপর থেকেই নানা প্রতিবাদ, আন্দোলন, অনশনের মধ্যে দিয়ে অবশেষে কাঙ্খিত পরিবর্তনে 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাঝে দীর্ঘ সাত বছর কোনরূপ অবস্থান বা ধরনায় দেখা যায়নি বাংলার অগ্নিকন্যাকে। সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ নিয়ে একের পর এক কাজ করে চলেছেন তিনি। কিন্তু অবশেষে 2019 লোকসভা নির্বাচনের আগে ফের সেই মেট্রো চ্যানেলেই ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু বিগত বাম আমলে তাপসী মালিকের মৃত্যুতে যে সিবিআই তদন্তের দাবিতে ধরনায় বসেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই সিবিআই তদন্তের বিরুদ্ধেই এবং দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার্থে মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী। তাই স্থান, কাল, পাত্র এক হলেও বিষয়টা কিন্তু একেবারেই আলাদা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধী নেত্রী থাকার সময় ধরনা, অবস্থানে বাংলাকে কাঁপিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শাসকের ক্ষমতায় এসে সেই মমতা এখন কেন্দ্রের প্রধান বিরোধী মুখ। ফলে তাঁর প্রতিবাদ, আন্দোলন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকারের আসন আদৌ টলাতে পারে কি না এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!