এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর অনুমতি পেয়ে সাজা কাটিয়ে ফের ঘরে ফিরলেন ঘরের ছেলে

মুখ্যমন্ত্রীর অনুমতি পেয়ে সাজা কাটিয়ে ফের ঘরে ফিরলেন ঘরের ছেলে


৯ বছরের সাজার মেয়াদ সম্পূর্ণ করে অবশেষে মুক্তি পেলেন রাজারহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় মণ্ডল। দলীয় সূত্রে জানা গিয়েছে, তন্ময়বাবু ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজারহাটে তৃণমূলের বিধায়ক ছিলেন। ওই এলাকায় উল্লেখ্য রাজারহাট-নিউটাউনে জমি অধিগ্রহণের ক্ষেত্রে গোপণে বাম শিবিরকে মদত দেওয়ার কারণে ২০০৯ সালের ২৩ শে অগাষ্ট দল থেকে সাসপেন্ড হন তন্ময়বাবু। কিন্তু, অন্য কোনও দলে যাননি। তৃণমূলের প্রতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছিলেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি মেলায় ন’বছর পর পুরনো দলে ফিরলেন সাসপেন্ড থাকা রাজারহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় মণ্ডল।  এদিন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলের অন্য দুই নেতা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক, এবং পূর্ণেন্দু বসুর সৌজন্যে দলে প্রত্যাবর্তন হলো একদা বহিঃস্কৃত তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় মণ্ডলের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উচ্ছ্বসিত দলের প্রাক্তন বিধায়ক এদিন ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “আমি প্রতিটা দিন মরছিলাম। মনে করতাম, যদি মৃত্যু হয় তাহলে লড়াই করেই মরা উচিত। মমতা ব্যানার্জিকে সামনে রেখেই আমি লড়াই করব।” অন্যদিকে রাজ্যের খাদ্য মন্ত্রী তথা জেলা সভাধিপতি জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, “তন্ময়দা আসায় দল আরও শক্তিশালী হল। রাজারহাটে পূর্ণেন্দু বসুর সঙ্গে একসঙ্গে কাজ করবে। জেলাতেও আমাদের ক্ষমতা বাড়ল। পরিষ্কার কথা, তন্ময়দা কোনওদিন অন্য দলে যায়নি। অন্য দলে যাওয়ার চিন্তাও করেনি। অন্য দল থেকে প্রস্তাব দিয়েছিল। অনেকেই বলেছিলেন, দলে যোগদান করলে বিধায়ক করবে, অন্য জায়গায় নিয়ে যাবে। কিন্তু, উনি বলেছেন, না। আমি মমতা ব্যানার্জির আন্দোলনের শরিক হতে চাই। মমতা ব্যানার্জির উন্নয়নের শরিক হতে চাই।” এই নিয়ে মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, তন্ময়বাবুকে দলে ফেরানোর জন্য নেতৃত্বকে জানানো হয়েছিল। এমনকী, সম্প্রতি এক ক্যাবিনেট মিটিংয়ে আমি এবং জ্যোতিপ্রিয় মল্লিক মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছিলাম। তিনিও অনুমতি দিয়েছেন। তারপরই তাঁকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের রাজারহাটে কোনও দ্বন্দ্ব নেই। সকলে মিলে একসঙ্গে কাজ করব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!