এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের হেরিটেজ বাড়ি নিয়ে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার, প্রশংসা সর্বত্র

রাজ্যের হেরিটেজ বাড়ি নিয়ে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার, প্রশংসা সর্বত্র

পুরোনোকে সব সময় আগলে রাখতে চান মানুষ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিচর্যার অভাবে সেই পুরোনোকে বিসর্জন দিতে হয়। যার জেরে নতুন পুরনোর সমন্বয়ে বিরাজ করা সাধারণ সংস্কৃতিপ্রবণ মানুষদের চোখের কোনায় ভেসে ওঠে জল। কিন্তু এবার সেই পুরনো জিনিসেরই কদর করতে উদ্যোগী রাজ্য সরকার।

সূত্রের খবর, ঝারগ্রাম বা ইটাচুনার রাজবাড়ির আদলে এবার রাজ্যের অন্যান্য হেরিটেজ বিল্ডিংগুলোকেও হোটেল বানিয়ে পর্যটন শিল্পের প্রসারে উদ্যোগ নিয়েছে রাজ্য। জানা গেছে, গত 28 শে মে রাজ্যের পর্যটন দপ্তরের প্রধান সচিব অত্রি ভট্টাচার্য্য রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে এই ব্যাপারে চিঠি দিয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন।

অনেকে মনে করছেন, ঝাড়গ্রাম রাজবাড়ি যেভাবে পর্যটনের মানচিত্রে একটি দারুন জায়গা করেছে, ঠিক তেমনই রাজ্যে প্রচুর হেরিটেজ বিল্ডিংয়ের মানোন্নয়ন করে সেগুলিকে পর্যটকদের আকর্ষণে নিয়ে আসতেই রাজ্য সরকারের এই পরিকল্পনা। আর তাই প্রতিটি জেলায় ঠিক কতগুলো হেরিটেজ স্থান রয়েছে, সেই ব্যাপারে রাজ্যের পক্ষ থেকে ফরম্যাট চাওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই হাওড়ার আমতায় রায়গুণাকর ভরতচন্দ্রের বাসস্থান, বীরভূমের নানুরে কবি চন্ডীদাসের বাড়ি, কেন্দুলির কবি জয়দেবের বাড়ির এলাকাগুলি প্রশাসনের তরফে চিহ্নিতকরন করা হয়েছে। পর্যটক দপ্তরের একাংশ বলছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় হেরিটেজ স্থানগুলির তথ্য নিয়ে পর্যালোচনা করে সেখানকার পর্যটন শিল্পকে আরও কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করা হবে।

এমন অনেক ঐতিহ্যবাহী হেরিটেজ স্থান এই রাজ্যে আছে, যেগুলি সম্পর্কে মানুষ অবগত নন। তাই সেই হেরিটেজ স্থানগুলিকে মানুষের নজরে নিয়ে আসতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে রাজ্য থেকে জেলার কাছে যে ফরম্যাট চেয়ে পাঠানো হয়েছে সেই ফরম্যাটে জেলার নাম, হেরিটেজ কেন্দ্রের নাম, স্থান, কাছাকাছি রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হাইওয়ে, হেরিটেজের নাম, স্থান, মোট জমির পরিমাণ, হেরিটেজ স্থানের মালিকের নাম, টেলিফোন নাম্বার, ঘরের সংখ্যা এবং সেটা সংস্কার করা সম্ভব কিনা এবং তার একটি ছবি ইমেইল করে জানাতে বলা হয়েছে।

আর হেরিটেজ বাড়িগুলোর জন্য রাজ্য সরকারের উদ্যোগে এখন খুশি তাই প্রত্যেকেই। সব মিলিয়ে এবার রাজ্যে হেরিটেজ বাড়িগুলোর জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!