এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার শিল্প আনতে বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবার শিল্প আনতে বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সহ ইউরোপের বিভিন্ন দেশে গেলেও আমেরিকা সফর তিনি করেননি। এবার পশ্চমবঙ্গ সরকার ও রামকৃষ্ণ মিশনের যৌথ আয়োজনে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর স্মরণে মুখ্যমন্ত্রী পা রাখতে চলেছেন আমেরিকাতে। জানা গেছে এর পাশাপাশি তিনি একটি শিপ সম্মেলনেরও আয়োজন করেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন শিল্পপতি সহ প্রবাসী ভারতীয় শিল্পপতিরাও।মূলত দেশের লগ্নি টানার উদ্যেশ্যেই এই সফর বলে মনে করছি ওয়াকিবহাল মহল। অর্থমন্ত্রী অমিত মিত্র ও নিউ ইয়র্কে বসবাসকারী পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের যৌথ প্রচেষ্টায় এই সম্মেলনটি আয়োজিত হচ্ছে বলে খবর। এই সফর নিয়ে আলোচনার উদ্যেশ্যে কলকাতায় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার। এর আগে মুম্বাইয়ের শিল্পপতি সম্মেলন ও বিশ্ববাংলা সম্মেলনে মার্কিন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেশ কিছু সময় ধরে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি সংক্রান্ত ব্যবসা ও ভিসায় জটিলতার বিষয়গুলি নিয়ে রাজ্য সরকার বিদেশ মন্ত্রকের সাথে আলোচনা চালাচ্ছে বলে খবর। জানা গেছে মুখ্যমন্ত্রীকে আমেরিকা সফরের জন্য এর আগে তৎকালীন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে চীনও বহুবার মমতাকে আমন্ত্রণ জানিয়েছে। তবে অন্যান্য মুখ্যমন্ত্রীদের মতো তিনি এত বিদেশ সফর করেন না। তবে ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে এই আমেরিকা সফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী খোদ মমতাকে পাশে চাইছেন বলে বিদেশী মন্ত্রক সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!