এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যে বড় শিল্পের প্রসারের জন্য ঐতিহাসিক পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে বড় শিল্পের প্রসারের জন্য ঐতিহাসিক পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে বড় শিল্পের প্রসারের জন্য ল্যান্ড ব্যাংক তৈরি করা থেকে বাণিজ্য সম্মেলন এবং আরও এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপর এবার রাজ্যে বড় শিল্পের জন্যে চারটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গঠন করে ঐতিহাসিক পদক্ষেপ নিলেন তিনি।
পরিকল্পনা অনুসারে রঘুনাথপুর, হলদিয়া, হাওড়া এবং হরিণঘাটায় এই পার্কগুলি করা হবে। এমনটাই জানিয়েছেন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর বন্দনা যাদব। তার কথা অনুসারে, পার্ক গুলোতে প্রায় আড়াই হাজার একর জমি থাকবে। এবং রাজ্যের নেওয়া সিদ্ধান্ত অনুসারে সেগুলো যত দ্রুত সম্ভব বিভিন্ন শিল্পপতিদের হাতে তুলে দেয়া হবে।
অন্যদিকে বন্দনা যাদব বলেছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলায় শিল্পের ক্ষেত্রে পরিকাঠামো এবং ভালো ধারণার নতুন করে আবির্ভাব ঘটেছে। এমডি আরো বলেন, দার্জিলিং চা বিশ্বের বাজারে তুলে ধরতে, সরকার ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নেবে। আমেরিকা, জাপান, ইউরোপ সহ বড় বড় দেশে মহাদেশে তা ছড়িয়ে দেওয়া হবে। আর সেই লক্ষ্যেই কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!