এখন পড়ছেন
হোম > জাতীয় > লালুপ্রসাদ জেল থেকে বেরোতেই অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর, পাল্টা সৌজন্য ফেরালেন লালুও

লালুপ্রসাদ জেল থেকে বেরোতেই অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর, পাল্টা সৌজন্য ফেরালেন লালুও


শুক্রবার রাঁচি হাইকোর্ট পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করলো। যদিও এর আগে বৃহস্পতিবারই তাঁকে ছেলের বিয়েতে উপস্থিত থাকার জন্য তিন দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।  আদালতের এই সিদ্ধান্তের পরপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। লালু প্রসাদ যাদব ও এদিন সোস্যাল নেটওয়ার্কিং সাইটে ট্যুইটে জানালেন, ‘‌’দিদির শুভেচ্ছার জন্য ধন্যবাদ। ছেলের বিয়েতে তাঁকে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি।’‌’

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফেসবুকে আরজেডি সুপ্রিমোর জামিন পাওয়ার খবরে আনন্দ প্রকাশ করে লিখেছিলেন ,”ছেলের বিয়ে উপলক্ষে লালুজিকে অভিনন্দন। আপনি জামিন পাওয়ায় আমি খুশি। আপনার পরিবারকে শুভেচ্ছা।” উল্লেখ্য ১২ই মে লালু প্রসাদ যাদবের বড় ছেলে তথা বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ যাদব এবং  আরজেডি বিধায়ক চন্দ্রিকা রায়ের মেয়ে ঐশ্বর্য বিবাহ অনুষ্ঠান। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি, বিহারের রাজ্যপাল সত্যপাল মল্লিক, পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি আর কে মেনন এবং বাবা রামদেব সকলেই রয়েছেন এই বিবাহ অনুষ্ঠানের নিমন্ত্রিতদের তালিকায়। বিবাহ বাসরের উৎসব অনুষ্ঠানের মধ্যে লালু প্রসাদ যাদবের জামিনে মুক্তি যে বাড়তি আনন্দের সৃষ্টি করবে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!