এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, মাদ্রাসা পড়ুয়াদের জন্য আলাদা ব্যবস্থা

রাজ্যের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, মাদ্রাসা পড়ুয়াদের জন্য আলাদা ব্যবস্থা


আগামী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে  সংবর্ধনা দেওয়া হবে রাজ্যের কৃতী শিক্ষার্থীদের। মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রীত্ব গ্রহণের পর থেকেই ফি বছর মেধাতালিকায় স্থান পাওয়া সমস্ত পড়ুয়ার সঙ্গে দেখা করেন এবং  কৃতীদের সংবর্ধনা দেন। এই অনুষ্ঠান এর আগে নবান্নে হলেও এই বছরে হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ICSE, ISC, CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীরা এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবে। সব মিলিয়ে প্রায় ২৫০ জন ছাত্র ছাত্রী ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এছাড়াও ঐদিন উপস্থিত থাকবেন তাঁদের অভিভাবক ও পরিবারের অন্য সকলে। বেশি সংখ্যক অতিথিকে জায়গা করে দিতেই এই বছর সংবর্ধনা অনুষ্ঠানের স্থান পরিবর্তন বলে জানা যাচ্ছে। প্রশাসন সূত্রে আরো জানা গেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে শিক্ষার্থীদের জন্যে দেও্যা বিশেষ উপহারের তালিকায় থাকবে দামি ঘড়ি ল্যাপটপ সহ আরো অনেক কিছু। এই সংবর্ধনা অনুষ্ঠানের পরদিনেও থাকছে মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের নিয়ে আরোও একটি সংবর্ধনা অনুষ্ঠান। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ঐ  অনুষ্ঠানটি নবান্নের সভাগৃহে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!