এখন পড়ছেন
হোম > রাজ্য > মন্ত্রীসভায় রদবদল নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

মন্ত্রীসভায় রদবদল নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়


তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মন্ত্রীসভার সবচেয়ে বড় রদবদল হল। বদলানো হচ্ছে সাত জন মন্ত্রীর দফতর। পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটতেই এ নিয়ে তৎপরতা দেখা গেছিলো শাসকমহলে। রদবদল নিয়ে মুখ খুললেন নেত্রী। জানালেন যে কয়েকজনের উপর থেকে বাড়তি দায়িত্বের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হল, ভোটের ঘাসশিবিরের নেতাদের সাফল্যের দিকটা বিচার করেই। আসুন দেখে নেওয়া যাক কোথায় কী পরিবর্তন করা হল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সবথেকে বেশী পরিবর্তন হতে দেখা গেছে সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায় এর দফতরে। কোলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এর দখলে ছিল পরিবেশ দপ্তর সহ আরো দুটো দফতর্। সেখান থেকে পরিবেশ দফতর চলে গেছে শুভেন্দু অধিকারীর কাছে। যিনি এতোদিন সামলেছেন কংগ্রেসের প্রাণকেন্দ্র মালদহ,মুর্শিদাবাদ, উওরদিনাজপুর সহ নিজের এলাকা পূর্ব মেদিনীপুরও। তাঁর তদারকিতে বিরোধীদের নামগন্ধ পাওয়া যায়নি ওসব এলাকায়। তাই পুরস্কার হিসাবেই শুভেন্দুর কপালে জুটলো পরিবেশ দফতরের দায়িত্ব। এমনটাই মনে করছেন দলীয় অন্দরের অনেকেই। ওদিকে শোভন চট্টোপাধ্যায়ের এর দায়িত্বই কমিয়ে দিলেন মমতা ব্যানার্জী। সম্প্রতি তিনি ইডি-সিবিআই ঝালেমা বা তাঁরা পারিবারিক সমস্যার কারণে বেশ উদ্বেগে আছেন। তাতে অবহেলা হচ্ছিল দফতরের কাজ একরকম। তাই এভাবে ডানা ছাঁটা হল তাঁর। এমটাই দাবী প্রশাসনের দপ্তরের অনেকের। তবে মেয়র এবং দপ্তরের ভারী দায়িত্বের চাপ তাঁর বাড়ছিলো ক্রমশ এটাও স্বীকার করা হয়েছে দলীয় তরফ থেকে। অন্যদিকে, সেচ দফতর থেকে ছাঁটাই করা হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তাঁর ঝুলি থেকে এই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব চলে গেলো মলয় ঘটকের কাছে। আর তাকে দেওয়া হয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরটি। মলয় ঘটকের দায়িত্ব বাড়লো পঞ্চায়েত ভোটে হাওড়ার একটি জেলা পরিষদের আসনে নির্দল প্রার্থী হিসাবে লড়ে জয় ছিনিয়ে নিয়ে আসার জন্য। তবে এই সিদ্ধান্ত রাজনৈতিক কিনা তা নিয়েও কানাঘুষো শুরু হয়েছে দলের অন্দরেই। অন্যদিকে আধিবাসী এলাকায় পঞ্চায়েতের ফল আশানুরূপ ভালো না হওয়ায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তদারকেই নিলেন আধিবাসী উন্নয়ন দফতরটি। চন্দ্রিমা ভট্টাচার্যকে দেওয়া হল প্রতিমন্ত্রীর দায়িত্বটি। মন্ত্রীসভার রদবদল নিয়ে আপাতত তীব্র চাঞ্চল্য রয়েছে দলেরই অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!