এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বিজেপি বিরোধী বৃহত্তর জোট নিয়ে ছক্কা হাঁকালেন মুকুল রায়

মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বিজেপি বিরোধী বৃহত্তর জোট নিয়ে ছক্কা হাঁকালেন মুকুল রায়

গত কয়েকদিন ধরে জাতীয় রাজনীতি তে যে অবিজেপি জোট গঠনের পরিকল্পনা চলছে এবার তার বিরুদ্ধে সরব হলেন খোদ বিজেপি নেতা মুকুল রায়।রবিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিজেপির এক সভা থেকে তাঁর প্রাক্তন নেত্রীকে মুকুল রায় চ্যালেঞ্জ ছুড়লেন জোট ইস্যু তুলে ধরে। মুকুল বাবু একদা দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিজেপি জোট অর্ন্তভূক্তির বিষয় উল্লেখ করে এদিন বললেন , “আগে জোটের নেতা কে হবেন, তাঁর নাম জোর গলায় বলুন মমতা। তারপর তিনি বিজেপি হটানোর ডাক দেবেন।আপনি কি জোটের নেতা হিসেবে রাহুল গান্ধীকে মানবেন? ” গত সপ্তাহে এনডিএ জোট থেকে তেলেগু দেশম পার্টি ও তারপরে শিবসেনা নিজেদের প্রত্যাহার করে নিলে কার্যত কোনঠাসা অবস্থা বিজেপির। এদিন এদিন বর্ধমানের কাঁকসার আমলাজোড়ায় দলীয় কার্যালয় উদ্বোধন করেন মুকুল রায়। তারপর এক সভায় যোগ দিয়ে তিনি একের পর এক তোপ দেগে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে। মঞ্চ থেকে তিনি জানালেন , পঞ্চায়েতের আগে তৃণমূলে ভাঙন ধরিয়ে ছাড়বেন তিনি। বহু কর্মী বিজেপিতে যোগদান করবেন। আর পঞ্চায়েতের ফলাফলের পরই বুঝতে পারবে তৃণমূল, তাঁদের কী ক্ষতি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!