এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড় সাফল্য মমতার! গত ১ বছরে বাংলায় মোট আড়াই লক্ষ নতুন চাকরি, পরিসংখ্যান দিচ্ছে খোদ ইপিএফ!

বড় সাফল্য মমতার! গত ১ বছরে বাংলায় মোট আড়াই লক্ষ নতুন চাকরি, পরিসংখ্যান দিচ্ছে খোদ ইপিএফ!


রাজ্যে কর্মসংস্থান নেই, এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের। রাজ্য সরকারের বিরুদ্ধে অন্যান্য ইস্যুর পাশাপাশি এই ইস্যুকে তুলে ধরেও সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু এবার রাজ্যের ক্ষেত্রে বড়সড় সুখবর সামনে এল। যেখানে গত এক বছরে চাকরির বাজার পশ্চিমবঙ্গ অনেকটাই বেড়েছে বলে একটি পরিসংখ্যানে উঠে এসেছে। আর এই পরিসংখ্যান দিয়েছে ইপিএফ।

বস্তুত, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের আওতায় থেকে যারা পিএফের সুবিধা পান, তাদের প্রত্যেকের হিসেব থাকে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের কাছে। আর তথ্য থাকা সেই শ্রমমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 2018-19 অর্থবছরে এই রাজ্যে চাকরি সংখ্যা 2 লক্ষ 63 হাজার হলেও, গত আর্থিক বছরে পশ্চিমবঙ্গে মোট চাকরি পেয়েছেন প্রায় 2 লক্ষ 69 হাজার কর্মচারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এক বছরে পশ্চিমবঙ্গে নিয়োগের মাত্রা 6000 বৃদ্ধি পাওয়ার যে তথ্য পিএফের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, তা নিয়ে চাকরিপ্রার্থীদের মনে তৈরি হয়েছে আশার আলো। তবে লকডাউনের কারণে গত ফেব্রুয়ারি মাস থেকেই দেশজুড়ে কাজের বাজার পড়তে শুরু করে। এক্ষেত্রে গোটা দেশের বিভিন্ন রাজ্যে এর জন্য মন্দা দেখা দিলে, পশ্চিমবঙ্গও যে তার ব্যতিক্রম নয়, তাও উঠে এসেছে এই তথ্যে।

জানা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই রাজ্যে কাজ পাওয়ার লোকের সংখ্যা অনেক বেশি থাকলেও, মার্চ মাসে মোটে সাড়ে 15 হাজার জনকে নিয়োগ করা হয়েছিল। অর্থাৎ লকডাউনের কারনে অন্যান্য রাজ্যগুলির মতই যে এই রাজ্যেও কিছুটা হলেও মন্দা দেখা গেছে, তা কার্যত স্পষ্ট হয়ে উঠেছে এই তথ্যে।

তবে গত এক বছরে নতুন করে আড়াই লক্ষ চাকরি পাওয়ার যে কথা উঠে এল, তা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্যকেই তুলে ধরল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে এখন ইপিএফের দেওয়া এই পরিসংখ্যানের পড়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীরা কর্মসংস্থানের ব্যাপারে অত বেশি সরব হতে পারবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!