এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম জানিয়ে দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ত্ব

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম জানিয়ে দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ত্ব

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হবেন  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । এদিন ডায়মন্ডহারবারের জনসভায় দলের কিছু শীর্ষ স্থানীয় নেতা এমন টাই দাবি করলেন। তাঁদের দাবি অনুসারে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রের রাজ্যপাট সামলাবেন তখনই পশ্চিমবঙ্গের শাসকন ক্ষমতা থাকবে  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এদিন রাজনৈতিক মহলের অন্দরে চলা জল্পনায় সম্মতি জানালেন দলেরই দুই শীর্ষ নেতা সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, “একদিন আমরা থাকব না, মমতাও থাকবেন না। কিন্তু, মমতা একা লড়ে পথ দেখিয়েছেন, আর অভিষেক ছোটোবেলা থেকে দেখে তা শিখেছেন। অভিষেক সারা বাংলার প্রতীক। নেতাই (অভিষেক) তৈরি করবে তাঁর নতুন টিম।”  মদন মিত্র তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ” মমতা দিল্লি সামলাবেন আর অভিষেক আমাদের ভবিষ্যত্‍।” আবার বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ নিজের মত প্রকাশ করে বললেন , “আগে আমরা ভাবতাম দিদি দিল্লি গেলে, বাংলা কে দেখবে? কিন্তু এখন জানি, বাংলা সামলাবে অভিষেক।” এসবের মধ্যেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমন করতে কোনো কসুর করলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বললেন, “তৃণমূল জেগে জেগে স্বপ্ন দেখছে। ২০২১-এই বাংলা থেকে মানুষ ওদের উত্‍খাত করবে। ” এদিনের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে নিজের ‘সাফল্যের’ খতিয়ান, বই আকারে প্রকাশ করলেন। বইয়ের নাম ‘নিঃশব্দ বিপ্লব’। দলের প্রায় অনেক শীর্ষ নেতার উপস্থিতিতে এদিন মঞ্চে সাংসদের এই আনুষ্ঠানিক প্রকাশ সম্পন্ন হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!