এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর আশ্বাসই সার! বছর ঘুরলেও চাকরি পেল না শহীদের পরিবার

মুখ্যমন্ত্রীর আশ্বাসই সার! বছর ঘুরলেও চাকরি পেল না শহীদের পরিবার


মাওবাদী হামলাত নিহত জওয়ানদের বাড়ি গিয়ে তাঁদের পরিবারের একজন সদস্যকে সরকারী চাকরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐ ঘটনার এক বছর অতিক্রান্ত। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে মৃত দুই জওয়ানের পরিবার। উল্লেখ্য ২০১৭ সালের ২৪ শে এপ্রিল। ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় নিহত হন ২৫ জন সিআরপিএফ জওয়ান। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি এই রাজ্যের কোচবিহার জেলায়। একজন হলেন কৃষ্ণকুমার দাস।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অপরজনের নাম বিজয়চন্দ্র বর্মন। ঘটনার দিনে মুখ্যমন্ত্রী তাঁর জেলা সফরে কোচবিহারেই উপস্থিত ছিলেন। এইসময়ে তিনি মৃত জওয়ান কৃষ্ণকুমার দাসের বিবেকানন্দ ষ্ট্রীটে্র বাসভবনে যান। এইসময়েই মৃত দুই জওয়ানের পরিবারকে পাঁচ লক্ষ টাকা সহায়তা প্রদান এবং দুই পরিবারের একজন করে সদস্যকে সরকারী চাকরীর প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। ঐ দুই জওয়ানের পরিবার সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মাফিক সহায়ক অর্থ তাঁরা পেয়েছেন। কিন্তু চাকরী প্রদানের প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। ঐ দুই পরিবারের তরুন দুই যুবার মৃত্যুতে এক বছর অতিক্রান্ত হলেও আজও শোকগ্রস্ত পরিবারের মানুষজন। তবে তাঁদের স্থির বিশাস মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি নিঃসন্দেহেই পূরণ করবেন। এই প্রসঙ্গে শহীদ জওয়ান কৃষ্ণকুমার দাসের স্ত্রী দীপান্বিতাদেবী বললেন, ”মুখ্যমন্ত্রীর প্রতি আমার বিশ্বাস আছে। তিনি যখন বলেছেন চাকরি দেবেন, ঠিকই দেবেন।” জেলা প্রশাসন সূত্রের খবর দুই পরিবারের একজন সদস্যর চাকরির যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে। তবে সেটা কবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ জানানো তাদের পক্ষে সম্ভব হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!