এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় থাকলে তৃণমূল নেত্রী সিংহ,দিল্লি গেলেই বিড়াল, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সেলিমের

বাংলায় থাকলে তৃণমূল নেত্রী সিংহ,দিল্লি গেলেই বিড়াল, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সেলিমের


তৃনমূল কংগ্রেস প্রথম থেকেই বনধের বিরোধী। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বনধকে কোনদিনই সমর্থন জানায়নি তারা| তাই বিজেপি বিরোধী দল হলেও আগামী সোমবার অন্য সমস্ত কেন্দ্রবিরোধী দলগুলি বনধকে সমর্থন জানালেও সেখানে সামিল হবে না তৃণমূল কংগ্রেস|
পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি, ফসলের ন্যায্য দাম না পাওয়া ইত্যাদি একাধিক কারণে কেন্দ্রের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে পথে নেমে আগামী সোমবার বনধকে সফল করবার আহ্বান জানান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। এই বনধকে সমর্থন জানিয়েছে রাজ্যের বামপন্থীরাও| সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন যে কলকাতাতেও এই বনধকে সমর্থন জানাবেন তারা| কিন্তু এই বনধকে সমর্থন করবেন না তৃণমূল|
এই বনধকে সমর্থন না জানানো নিয়ে মহম্মদ সেলিম মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন, “বাংলায় তৃণমূল নেত্রী সিংহের মতো গর্জন করেন। দিল্লি গেলেই ভিজে বিড়ালের মতো মিউমিউ করেন।”
গতকাল খড়গপুরের প্রেমবাজারে DYFI-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেলিম বলেন, তৃণমূল নিজের জায়গায়তেই শুধু সিংহের মতো হুঙ্কার ছাড়েন কিন্তু RSS বা BJP, মোদি, অমিত শাহর বিরুদ্ধে একটাও পদক্ষেপ নিতে পারে না। তিনি আরো বলেন যে, দিল্লি গেলে নাকি মমতা ব্যানার্জীকে CBI-র ভয় দেখানোয় হয়| তাই আর যারা দুর্নীতিতে নিমজ্জিত তাদের তো নীতির প্রশ্নে দাঁড়িয়ে লড়ার নৈতিকতা নেই বলেই জানিয়েছেন সেলিম|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বনধ সমর্থন না করিয়ে নিয়ে ছাড়াও মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে আরো বলেন, যে বনধ পালন হবেই। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হলে তাতে তৃনমূল এবং বিজেপি উভয়েরই লাভ| তাঁর অভিযোগ অনুযায়ী, যেহেতু যার চাকরি দেওয়ার ক্ষমতা নেই, তার চাকরি নেওয়ারও ক্ষমতা নেই। আর এজন্যই মানুষ বনধে সামিল হবেন বলে জানিয়েছেন তিনি|

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!