এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর স্বপ্নের ফেডারেল ফ্রন্টকে বড়সড় ধাক্কা বামফ্রন্টের

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ফেডারেল ফ্রন্টকে বড়সড় ধাক্কা বামফ্রন্টের


তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ এ কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে বদ্ধ-পরিকর। বিজেপি-বিরুদ্ধে শক্তিশালী জোট করতে ফেডারাল ফ্রন্ট তৈরির প্রস্তাবও দিয়েছেন কংগ্রেস সমেত সমস্ত আঞ্চলিক দল গুলিকে।আর তাতে বাদ পড়েনি সিপিআইএম ও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন রাজ্যেও তৃণমূলের মন্ত্রী শোভনদেব চট্ট্যোপাধ্যায় সিপিএইএমকে এই জোটে তৃণমূলের সাথে হাত মেলানোর ডাক দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বড়সড় ধাক্কা দিয়ে এদিন সিপিআইএমের প্রকাশ কারাট মুখ্যমন্ত্রীর স্বপ্নের ফেডারেল ফ্রন্টকে না করে দিলেন। এদিন তিনি জানান যে, ”উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) তো কংগ্রেসকেও এই জোটে রাখার কথা বলেছেন!” পাশাপাশি তিনি আক্রমণ করে জানান যে, ”উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) তো বিজেপির সঙ্গে আঁতাত করছেন!”আবার সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কংগ্রেস, অ-বিজেপি দলগুলির সঙ্গে জোট চাইছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন না। তিনি বলেন,”প্রতি বারই লোকসভা ভোটের আগে এই ধরনের চেষ্টা হয়। আগামী লোকসভা ভোটের আগে গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল বয়ে যাবে। অনেক কিছু হবে। এখনই এ নিয়ে বলার মতো সময় আসেনি।” তাই তাঁর মতে এর আগেও মমতা ফেডারাল ফ্রন্টের চেষ্টা করলেও তা সফল হয়নি তাই এবারেও যে সফল হবেন তা বলতে পারছেন না তিনি। ফলে জোট বাঁধবেন না বলেই মতপ্রকাশ করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!