এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়! জোর জল্পনা

সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়! জোর জল্পনা

 

পশ্চিমবঙ্গ বিধানসভায় শাসক এবং বিরোধীদের মধ্যে বাক্যবিনিময় চিরকালই রাজনৈতিক মসলায় পরিপূর্ণ থাকে। অর্থাৎ কখনও বিরোধী দলের তরফ থেকে সরকারের উদ্দেশ্যে কটাক্ষ করা, আবার কখনও সরকারের তরফ থেকে ঝাঁজালোভাবে তার প্রতিউত্তর দেওয়া। এরকমই একটা শাসক-বিরোধী তরজা, টান টান উত্তেজনাময় দিনের সাক্ষী হয়ে থাকল মঙ্গলবারের বিধানসভা অধিবেশন।

সূত্রের খবর, মঙ্গলবার ডেঙ্গু নিয়ে সরকারকে তুলোধোনা করে বিরোধী পক্ষ। আর তার জবাব দিতে গিয়েই নিজের দলকে কার্যত ছাগলের প্রথম বাচ্চা বলে উক্তি করে বসেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, মঙ্গলবার দিন বিধানসভার অধিবেশনে ডেঙ্গু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যকে প্রশ্নবিদ্ধ করে ফেলেন বিরোধীদলের সদস্যরা।

আর বিরোধীদলের তোলা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কিছুটা তীব্র ভাষায় বিরোধীদেরকে আক্রমণ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সরকারের বিরুদ্ধে তোলা প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “একজনের মৃত্যুও দুঃখজনক। কিন্তু কখনও কখনও দেশে রোগ এসে যায়। বাংলাদেশের বন্ধুত্ব নেবেন, রোগ নেবেন না! কোথা থেকে মশা আসছে আমরা জানি না, কোথা থেকে লার্ভা আসছে, সেটাও জানি না।”

বিরোধীদেরকে কিছুটা মশকরার ছলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা যদি মশা আমদানি করতাম তাহলে সবার আগে বলতাম আপনাদেরকে কামড়াতে।” পাশাপাশি এদিন ডেঙ্গু প্রসঙ্গে বিরোধীদের উপরে মিথ্যাচারের অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ডেঙ্গু নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিরোধীরা। সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন মুখ্যমন্ত্রীর আক্রমণ থেকে বাদ পড়েনি সংবাদমাধ্যমও। তাদের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সংবাদ মাধ্যমগুলি তৃণমূলের সঙ্গে ছাগলের তৃতীয় বাচ্চার মত ব্যবহার করে। সব সময় সরকারের বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণ করা হয়।” মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, “রাজ্যে এত উন্নয়ন হয়েছে, তবুও সংবাদমাধ্যম সেগুলোকে দেখতে পায় না।”

স্থানীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান বলেন, “কেন্দ্র সরকারবিরোধী কাজ করছে। অথচ সর্বভারতীয় মিডিয়াগুলো সব সময় বিজেপির গুণগান করে। আর এখানে মিডিয়াগুলো যেন কোনো ভালো কাজ দেখতেই পায় না। এখানে যেন কোনো ভাল কাজই হয় না।”

এদিন নিজের দলের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মিডিয়া আমাদের সঙ্গে ছাগলের তৃতীয় সন্তানের মত আচরণ করছেন। কিন্তু মানুষের কাছে তৃণমূল ছাগলের প্রথম সন্তান।” বিধানসভার মঙ্গলবার দিনের আলোচনায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যে ডেঙ্গু আক্রান্তদের পরিসংখ্যান তুলে ধরেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান একটা মৃত্যুও দুঃখজনক।

কিন্তু রাজ্যের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলী ডেঙ্গু প্রবন। বর্তমান স্থিতি অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে 44 হাজার 852 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, জনসভা থেকে শুরু করে বিধানসভা কোনোখানেই বিরোধীদেরকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে যেরকম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উদ্দেশ্যে ঝাঁজালো কায়দায় নিজের বক্তব্য উপস্থাপন করেন, তেমনই বিধানসভার মধ্যে বিরোধীদের প্রশ্নের উত্তরে জুতসই প্রতি উত্তর দিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!