এখন পড়ছেন
হোম > জাতীয় > বিচারব্যবস্থা নিয়ে নিজের ট্যুইটারে কার্যত বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিচারব্যবস্থা নিয়ে নিজের ট্যুইটারে কার্যত বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


২০০৭ সালে ১৮ মে হায়দরাবাদের ঐতিহাসিক মক্কা মসজিদে পাইপ বোমা বিস্ফোরণে আট জনের মৃত্যু হয়। আর ঐ বিস্ফোরন মামলায় সব অভিযুক্তকে বেকসুর খালাস করে বিশেষ এনআইএ আদালতের বিচারক ইস্তফা দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সোস্যাল মিডিয়ায় সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দেশের বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি এদিন ট্যুইটারে লিখলেন, ” রায় দিয়েই বিচারক ইস্তফা দিলেন। এই ইস্তফা কীসের ইঙ্গিত দিয়ে গেল?” শুধু এইটুকুই নয় তিনি আরোও লিখলেন,”বিচার নীরব হয়ে গিয়েছে, অভিযুক্তরা সব সোনার টুকরো হয়েছে।” উল্লেখ্য ২০০৭ সালের ১৮ মে হায়দরাবাদের ঐতিহাসিক মক্কা মসজিদে পাইপ বোমা বিস্ফোরণে ৮জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন ৫৮ জন ।এরপর এলাকায় গোষ্ঠী সংঘর্ষ বন্ধ করতে পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যু হয়।প্রথমে ঘটনার তদন্ত করেছিল স্থানীয় পুলিশ। পরবর্তীতে ঘটনার তদন্তের দায়িত্ব পায় সিবিআই। চার্জশিট ও দাখিল করেছিল সিবিআই। ২০১১-তে ঘটনার তদন্তের দায়িত্ব এনআইএ’কে দেওয়া হয়।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযুক্তদের বিরুদ্ধে আরোপিত অভিযোগের যথেষ্ট প্রমাণ জোগাড়ে ব্যর্থ হয়। প্রমাণের অভাবেই এই মামলার রায়দান করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারক ইস্তাফা দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!