এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে সাজো সাজো রব শাসকদলের অন্দরে, সাথে শুরু তীব্র জল্পনা

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে সাজো সাজো রব শাসকদলের অন্দরে, সাথে শুরু তীব্র জল্পনা

আগামী 29 তারিখে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে প্রশাসনিক মহলে যেমন তুঙ্গে উঠেছে তৎপরতা ঠিক তেমনি সরগরম রাজনৈতিক মহলও। সূত্রের খবর, রাসমেলার মাঠে একটি প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। তাই এদিনই কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেই সভাস্থল পরিদর্শন করেন।

পাশাপাশি সার্কিট হাউসে একটি বৈঠকে নতুন অডিটোরিয়াম সংলগ্ন এলাকার কাজ খতিয়ে দেখেন রবীন্দ্রনাথ বাবু। অন্যদিকে প্রশাসনিক প্রধান জেলায় আসছেন, আর তাই নিজেদের কাজে কোনো রকমের খামতি রাখতে চাইছেন না জেলা প্রশাসনের আধিকারিকরা।

ইতিমধ্যেই সাগরদিঘী ও বৈরাগীদিঘীর পাড়গুলিকে ঝকঝকে করে তোলার পাশাপাশি সাগরদিঘী চত্বরে রাস্তায় পিচের নতুন প্রলেপ, সুনীতি রোডের ডিভাইডারে নানা ধরনের গাছ বসিয়ে সৌন্দর্যায়ন এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাস্তার ডিভাইডারে ছেয়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রীর কাটআউট।

শুধু তাই নয়, পুরসভার পক্ষ থেকেও ফুটপাত গুলিকে দখলমুক্ত করার জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। অন্যদিকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ভয়ে সভাস্থলের কাছাকাছি এমজেএন হাসপাতালে 25 টি বেড যুক্ত একটি আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এমনকি চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও সরকারি আধিকারিকদের ছুটিও বাতিল করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।

তবে শুধু প্রশাসনিক আধিকারিকদের মধ্যেই তৎপরতা নয়, কোচবিহার জেলায় তৃণমূল এবং যুবর গোষ্ঠীদ্বন্দ্বে দিনকে দিন যে গন্ডগোলের মাত্রা বৃদ্ধি পেয়েছে তা নিয়ে দলনেত্রী ঠিক কী বার্তা দেন সেই ব্যাপারেও রীতিমতো তটস্থ শাসকদলের মূল এবং যুব সংগঠনের নেতারা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কেননা অতীতে বহুবার এই জেলায় যুব এবং মাদারের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে খোদ দলনেত্রী নির্দেশ দিলেও তা উপেক্ষা করেছেন দলের কর্মীরাই। ফলে সেই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় এসে দলীয় সংগঠনের মধ্যে এই দ্বন্দ্ব রোধ করতে ঠিক কোন নেতাকে ধমক দেন আবার কাকে নতুন দায়িত্বে বসান সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!