এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটের দিনে অনুপস্থিত মুখ্যমন্ত্রী, পর্যটকদের অসুবিধা না হওয়ার নির্দেশ

ভোটের দিনে অনুপস্থিত মুখ্যমন্ত্রী, পর্যটকদের অসুবিধা না হওয়ার নির্দেশ


সোমবার চারদিনের পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর চলাকালীন সময়ে পাহাড়ে উপস্থিত পর্যটকদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই বিষয়ে তিনি দার্জিলিং জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নবান্ন থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদের করা অগ্রিম বুকিং কোনওভাবেই বাতিল যেন না করা হয়। এমনকি হোটেল, রিসর্ট মালিকদেরও এবিষয়ে অবগত করা হয়েছে। নবান্ন সূত্রে মুখ্যমন্ত্রীর সফর সূচীর প্রসঙ্গে জানা গেলো, মুখ্যমন্ত্রী এদিন বিকালের বিমানে বাগডোগরা পৌঁছবেন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

সেখান থেকে সড়কপথে কালিম্পং যাবেন। তিনি মঙ্গলবার বৈঠক করবেন পাহাড়ের বিভিন্ন উন্নয়ন পর্ষদের প্রতিনিধিদের সঙ্গে। দার্জিলিং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ও GTA-র আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বুধবার বৈঠক সূচী। জানা যাচ্ছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কোনও কর্মসূচী থাকছে না। শুক্রবার বিকেল শিলিগুড়ি হয়ে কলকাতায় ফিরছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে পাহাড়ের সবকটি উন্নয়ন পর্ষদ একজোট হয়ে প্রস্তুতি নিচ্ছে। এই প্রসঙ্গে GTA- কার্যনির্বাহী চেয়ারম্যান বিনয় তামাং বললেন, “পর্যটনের মরশুমে এখন রেকর্ড ভিড় পাহাড়ে। তার উপর মুখ্যমন্ত্রী আসছেন। আমরা ভীষণ খুশি। ওনাকে স্বাগত জানাতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।” আবার ভুটিয়া উন্নয়ন পর্যদের চেয়ারম্যান পলদেন ভুটিয়া বললেন, “আমরা বিমানবন্দর থেকে কালিম্পং পর্যন্ত নানা জায়গায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাব। তবে সবচেয়ে জমকালো সংবর্ধনা হবে কালিম্পঙে ঢোকার মুখে দশ মাইলে।” সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর অভিজ্ঞতাময় হবে তা আলাদা করে দাবি রাখেনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!