এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলাকে গর্বিত করে আবার দেশের ‘সেরা মুখ্যমন্ত্রী’ নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাকে গর্বিত করে আবার দেশের ‘সেরা মুখ্যমন্ত্রী’ নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়


বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নতুন পালক – আবার দেশের ‘সেরা মুখ্যমন্ত্রী’ নির্বাচিত হলেন তিনি। সংবাদ সংস্থা ‘ইন্ডিয়া টুডে’ প্রতি বছরের মত এ বছরেও একটি নিজস্ব সমীক্ষা চালায় – আর সেই সমীক্ষা অনুযায়ী এই খেতাব পেলেন ঘাসফুল নেত্রী। সবথেকে বড় কথা এই শিরোপা তিনি টানা ৩ বার নিজের দখলে রাখলেন।

তবে, ‘ইন্ডিয়া টুডে’ স্পষ্ট জানিয়ে দিয়েছে – এই সমীক্ষা হচ্ছে কোন মুখ্যমন্ত্রী কতটা রাজনৈতিক ভাবে জনপ্রিয় তার উপর ভিত্তি করেই। মোটেই কেমন করে সরকার চালাচ্ছেন তার কোনো পরিমাপ এই সমীক্ষায় খোঁজার চেষ্টা করা হয় নি। সংস্থাটি আরও জানিয়েছে, স্বাভাবিকভাবেই বিজেপি ও কংগ্রেসের পর সবথেকে বেশি সাংসদ সংখ্যা নিয়ে দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার সুবিধা বাংলার মুখ্যমন্ত্রী এই সমীক্ষায় পেয়েছেন।

এই সমীক্ষায়, তৃণমূল নেত্রীর ঠিক পিছনেই দ্বিতীয়স্থানে আছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া ওই সমীক্ষা অনুযায়ী বাকি কোন মুখ্যমন্ত্রী কোথায় আছেন দেখে নিন একনজরে –

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

১. মমতা বন্দ্যোপাধ্যায় – পশ্চিমবঙ্গ
২. নীতিশ কুমার – বিহার (১০%)
৩. অরবিন্দ কেজরিয়াওল – দিল্লি (১০%)
৪. যোগী আদিত্যনাথ – উত্তরপ্রদেশ (৯%)
৫. চন্দ্রবাবু নাইডু – অন্ধ্রপ্রদেশ (৭%)
৬. রমন সিং – ছত্তিশগড় (৫%)
৭. শিবরাজ সিং চৌহ্বান – মধ্যপ্রদেশ (৫%)
৮. নবীন পট্টনায়েক – ওড়িশা (৪%)
৯. কে চন্দ্রশেখর রাও – তেলেঙ্গানা (৪%)
১০. এইচ ডি কুমারস্বামী – কর্ণাটক (৩%)
১১. সর্বানন্দ সোনোয়াল – আসাম (৩%)
১২. মনোহর পারিক্কর – গোয়া (২%)
১৩. বিজয় রূপানি – গুজরাট (২%)
১৪. মোনাহরলাল খাট্টার – হরিয়ানা (২%)
১৫. দেবেন্দ্র ফড়নবিশ – মহারাষ্ট্র (২%)
১৬. অমরিন্দর সিং – পাঞ্জাব (২%)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!