এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “এই সরকার টাই অভিশপ্ত।মুখ্যমন্ত্রীর পালিয়ে বাঁচার জায়গা পাবেন না।” মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিজেপি নেত্রীর

“এই সরকার টাই অভিশপ্ত।মুখ্যমন্ত্রীর পালিয়ে বাঁচার জায়গা পাবেন না।” মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিজেপি নেত্রীর


এককালে মমতা বন্দ্যোপাধ্যায়কে “মা” বলে অভিহিত করতেন ভারতী ঘোষ। কিন্তু বর্তমানে গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল বিরোধী রাজনৈতিক দল বিজেপির অন্যতম হেভিওয়েট নেত্রী। মাঝেমধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বাংলার মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন ভারতীদেবী। আর এবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন এই বিজেপি নেত্রী।

সূত্রের খবর, এদিন তিনি বলেন, “এই সরকার টাই অভিশপ্ত। একটার পর একটা অন্যায় করে যাচ্ছে। আইনে না থাকলেও করে যাচ্ছে। কোনো লজ্জা নেই। 2021 এর নির্বাচনে এই সরকারের পতন হবেই।” এদিকে তার সাথে অন্যায় হয়েছে বলেও মমতা বন্দোপাধ্যায়ের সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়ে বিস্ফোরক দাবি করেন প্রাক্তন পুলিশ সুপার।

ভারতী ঘোষ বলেন, “2018 সালে আমার বিরুদ্ধে সিআইডিকে লাগানো হয়েছিল। সেই সময় সিআইডি আমার বাড়িতে তালা লাগিয়ে দিয়ে যায়. বাবার দেওয়া বাড়িতে পুলিশ তালা লাগিয়ে দেয়। যা গায়ের জোরে করা হয়েছিল। এর বিরুদ্ধে আদালতে মামলা করেছি। মামলায় তারপর চাবি ফেরতের নির্দেশ দেওয়া হয়। 27 মে সিআইডি জানায় মালিকের সামনেই চাবির সিল ভাঙ্গা হবে। পরে সোশ্যাল ডিস্ট্যান্স না মেনে এই কাজটি করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পরেই এককালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে অভিহিত করা ভারতী ঘোষ 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হবে বলে বিস্ফোরক দাবি করে বসেন। তিনি বলেন, “পাপের ইমারত 2021 এ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে‌। নিরীহ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সাংবাদিকদের থানায় ডেকে পাঠানো হচ্ছে। 2021 এর জনগণের আদালত যে রায় দেবে, তাতে মুখ্যমন্ত্রীর পালিয়ে বাঁচার জায়গা পাবেন না।”

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই বিজেপির তরফে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তারা নিজেদের রণনীতি তৈরি করতে শুরু করেছে। করোনা থেকে ভয়াবহ দুর্যোগ, বিভিন্ন বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে গেরুয়া শিবির। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের খুব কাছের সঙ্গী ভারতী ঘোষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বঙ্গ রাজনীতিতে শোরগোল তুলে দিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!