এখন পড়ছেন
হোম > রাজ্য > বিপ্লবকে সরিয়ে অর্পিতাকেই আপন করলেন মুখ্যমন্ত্রী,তবে কি এবার শুরু মনোমালিন্য

বিপ্লবকে সরিয়ে অর্পিতাকেই আপন করলেন মুখ্যমন্ত্রী,তবে কি এবার শুরু মনোমালিন্য


বিপ্লবকে সরিয়ে অর্পিতাকেই আপন করলেন মুখ্যমন্ত্রী।সব জল্পনার আবাসন ঘটিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান যে অর্পিতার বালুরঘাটের বিশ্বাবিদ্যালয় হবে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে যে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে কি সত্যি খুশি হলেন বিপ্লব মিত্র। যদিও এই নিয়ে কোনো পতিক্রিয়া দেন নি তিনি। প্রসঙ্গত
মুখ্যমন্ত্রী গত ২১ফেব্রুয়ারি জেলা সফরকালে জেলার এক জনসভায় দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষনা করেন। নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ না করার জন্যে জেলার তৃণমূল কগ্রেস সভাপতি বিপ্লব মিত্র বিষয়টি নিয়ে বিস্তর জল ঘোলা করেন বলে অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের জন্যে প্রস্তাবিত এলাকা বালুরঘাট ও গঙ্গারামপুরের মধ্যে বির্তক শুরু হয়। বিপ্লববাবু নিজের এলাকা গঙ্গারামপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের আর্জিতে জনমত গঠন করতে শুরু ও করেন । এরপর বালুরঘাটের তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ নিজের এলাকাতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করলে জেলা সভাপতি বিপ্লব বাবু দলীয় অর্ন্তদ্বন্দে মেতে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য এলাকা হিসেবে বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বালুরঘাটের কথা ঘোষণা করলে , বিশ্ববিদ্যালয়ের স্থাপনে জন্য সম্ভাব্য অঞ্চলকে ঘিরে হয়ে চলা সব জল্পনার অবসান ঘটে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন বালুরঘাটে বিশ্ববিদ্যালয় হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!