এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার রাহুল গান্ধীর তরুণ রক্তদের দিকে ‘হাত’ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

এবার রাহুল গান্ধীর তরুণ রক্তদের দিকে ‘হাত’ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়


গুজরাটের ভোটের পর বিজেপির বিজয় ঝান্ডা এখন ঘুরছে সারা দেশে। গুজরাট ও হিমাচল প্রদেশ ভোটে কংগ্রেসের পরাজয় হলেও তারা যে আবার তাদের হারানো ভোটব্যাঙ্ক কিছুটা হলেও ফিরে পাচ্ছে সেই ছবি স্পষ্ট। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, এই ঘুরে দাঁড়ানোতে যতটা না কংগ্রেসের নিজস্ব সাংগঠনিক শক্তি কাজ করেছে তার সমান্তরালে হার্দিক-জিগনেশ-আল্পেশদের মত তরুণ রক্তের হাত মেলানোও বড়সড় ভাবে কাজে এসেছে। আর তাই ফল প্রকাশের পর তাই হার্দিক প্যাটেলকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দনের সুরে শুভেচ্ছা জানান তাঁকে, পাশাপাশি অল্পেশ ঠাকুর এবং জিগনেশ মেবানির সঙ্গেও কথা বলেন তিনি।
প্রসঙ্গত গুজরাট ভোটের আগেও হার্দিকের সঙ্গে কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো এবং ভোটের পর তাই তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। হার্দিককে তিনি বলেন, তুমি এগিয়ে চলো, আমি সব সময় সঙ্গে আছি। সূত্র মারফত জানা যাচ্ছে হার্দিকদের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গেও কথা বলেন। মেহবুবা মুখ্যমন্ত্রীকে জানুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত জম্মু-কাশ্মীরে ‘বরফ উৎসবে’ আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীও মেহবুবাকে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য আমন্ত্রণ জানান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!