এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা মোকাবিলায় মমতা যা করছেন, তা প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত? হেভিওয়েট নেতার মন্তব্যে বাড়ছে জল্পনা!

করোনা মোকাবিলায় মমতা যা করছেন, তা প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত? হেভিওয়েট নেতার মন্তব্যে বাড়ছে জল্পনা!

লোকসভা নির্বাচনের পর তৃণমূলের যখন খুব খারাপ অবস্থা, ঠিক তখনই দলের রননীতিকার হিসেবে প্রশান্ত কিশোর দায়িত্ব নিয়ে একাধিক কর্মসূচি দিয়ে তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করার চেষ্টা করেছিলেন। দিদিকে বলোর পর সম্প্রতি সেই প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত কর্মসূচি হিসেবে প্রকাশ্যে এসেছিল বাংলার গর্ব মমতা কর্মসূচি। তবে এই সমস্ত কর্মসূচিকে ম্লান করে দিয়েছে করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা।

যখন গোটা দেশ লকডাউনে গৃহবন্দী, ঠিক তখনই নিজের জীবন বিপন্ন করে বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে। স্বাস্থ্য ব্যবস্থার তদারকি করা থেকে শুরু করে প্রতিনিয়ত নবান্নে মিটিং, বাজার পরিদর্শন সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক পদক্ষেপের প্রশংসা করতে দ্বিধাবোধ করছেন না বিরোধীরাও।

অনেকেই বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনও প্রশান্ত কিশোরকে লাগে না। তিনি যেভাবে করোনা মোকাবিলায় কাজ করছেন, তাতে তিনি এমনিতেই 2021 সালে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা মোকাবিলায় এই পদক্ষেপ নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন হেভিওয়েট সিপিএম নেতা মহম্মদ সেলিম। যেখানে মমতা বন্দোপাধ্যায়ের এভাবে রাস্তায় নামাকে প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত বলেই দাবি করলেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে মুখ্যমন্ত্রী প্রচারের কাজ করছেন বলেও দাবি করেন প্রাক্তন এই সিপিএম সাংসদ।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন মহম্মদ সেলিম বলেন, “করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রী যা করছেন, তা প্রচার নির্ভর। প্রশান্ত কিশোরের নির্দেশেই তা করছেন। বাকী মন্ত্রীরা কোথায়! বাজারে গিয়ে গণ্ডি কাটলেই হবে না। কোন বাজারে, কোন জিনিসের অভাব রয়েছে, তা দেখতে হবে। প্রশান্ত কিশোর নয়, সরকারি কর্মীদের কথা শুনতে হবে মুখ্যমন্ত্রীকে।” এদিকে হু এর নির্দেশিকা অনুযায়ী যুবকদের ট্রেনিং দিয়ে স্বাস্থ্য কর্মীদের পাশে রাখতে হবে বলেও এদিন দাবি জানান মহম্মদ সেলিম।

পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা হচ্ছে না কেন, তার ব্যাপারেও প্রশ্ন তুলেছে দেখা যায় তাঁকে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রত্যেকেই। কিন্তু এবার সিপিএম নেতা মহম্মদ সেলিম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাস্তায় বেরোনো নিয়ে প্রচারের রাজনীতি করার অভিযোগ তুললেন, তাতে তৃণমূল কিছুটা হলেও ব্যাকফুটে পড়ল বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!