এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা মোকাবিলায় এবার রাজ্যগুলির জন্য ১০ লক্ষ কোটি টাকা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

করোনা মোকাবিলায় এবার রাজ্যগুলির জন্য ১০ লক্ষ কোটি টাকা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

কথায় আছে, অর্থই অনর্থ ঘটায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অর্থ অত্যন্ত জরুরী বিষয়। করোনা মোকাবিলায় একদিকে পরিকাঠামো তৈরি এবং অন্যদিকে দেশ লকডাউন হয়ে যাওয়ায় অর্থনৈতিক মেরুদণ্ডকে বাঁচাতে এখন কেন্দ্রের দ্বারস্থ প্রতিটি রাজ্য। নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বারবার করোনা মোকাবিলার জন্য কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই কেন্দ্র প্রতিটা রাজ্যের মত বাংলাকেও আর্থিকভাবে সাহায্য করেছে। কিন্তু তাতেও খুশি নন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। আর এবার ফের কেন্দ্রের কাছে প্রতিটি রাজ্যের জন্য 10 লক্ষ কোটি কোটি টাকার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে এখন সর্বত্র তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, শনিবার করোনা মোকাবিলায় দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আর সেখানেই তিনি কেন্দ্রের কাছে বাড়তি প্যাকেজ চেয়েছেন বলে পরবর্তীতে সাংবাদিক বৈঠকে জানান বাংলার মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি প্রধানমন্ত্রীকে বলেছি, যা ঘটেছে তা ছোটখাট ব্যাপার নয়। করোনার ধাক্কায় বিশ্ব অর্থনীতি টলমল। ভারত ব্যতিক্রম নয়। রাজ্যগুলি রাজস্ব আদায়ে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং কেন্দ্রের উচিত অন্তত দশ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানান, “কেন্দ্র আমাদের জন্য প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু তা জিডিপির অভ্যন্তরীণ উৎপাদনের মাত্র 1 শতাংশ। আর সেই কারণে বলছি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের অন্তত 6 শতাংশ অর্থ সংকট মোকাবিলার জন্য দেওয়া হোক। রাজ্যের এখন আয় কিছু নেই। শুধু খরচ চলছে।” তবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 1 লক্ষ 70 হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে।

কিন্তু তার পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজের দাবি জানালেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, রাজ্যগুলিকে যেমন করোনা মোকাবিলা করতে হচ্ছে, ঠিক তেমনই তার থেকে অনেক বেশি দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় সরকারের ওপর। কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রাজ্য তদারকি করা সহ দকরোনা মোকাবিলার জন্য পরিকাঠামো এবং অন্যান্য ব্যবস্থা করতে হচ্ছে।

সেদিক থেকে কেন্দ্রের ভাঁড়ারে যদি রাজ্যকে দিতে গিয়েই সমস্ত অর্থ চলে যায়, তাহলে তারা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন কী করে? বিশেষ করে কেন্দ্র যেখানে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, রেশনে ভর্তুকি, গরীব মানুষের একাউন্টে সরাসরি টাকা দেওয়া সহ একাধিক খাতে খরচ করছে – সেখানে নতুন করে আবার অর্থ চাওয়া কতটা বাস্তবিক – সেই প্রশ্নও উঠছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্যাকেজের দাবি জানানোর পর, এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি বলা হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!