এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পাকিস্তানের সঙ্গে বাংলার মমতার তুলনা দিলীপ ঘোষের, সোরগোল সর্বত্র

পাকিস্তানের সঙ্গে বাংলার মমতার তুলনা দিলীপ ঘোষের, সোরগোল সর্বত্র


 

জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে ইতিমধ্যেই উত্তাল বঙ্গ রাজনীতি। নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তার বিরোধিতা করে পথে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কখনও পার্ক সার্কাস ময়দান, কখনও রানী রাসমণি এভিনিউয়ে সভা করে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই পরিস্থিতিতে একজন মুখ্যমন্ত্রী হয়ে কেন্দ্রীয় আইনের বিরোধিতা করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় প্রশ্ন তুলেছে ভারতীয় জনতা পার্টি। যা নিয়ে তৃণমূল বনাম বিজেপির মধ্যেকার দ্বন্দ্ব চরমে উঠেছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় একটি বক্তব্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

বস্তুত, শুক্রবার রানী রাসমণি রোডে প্রতিবাদ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা অস্তিত্বের লড়াই। রাজনীতির রং ভুলে সকলে প্রতিবাদে সামিল হন। সারা ভারতবর্ষে একটা গণভোট হোক। রাষ্ট্রসংঘ করুক। মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা থাকুক। সেখানে তাদের নিয়ে কমিটি হোক। তৃণমূলের থাকার দরকার নেই। বিজেপির থাকার দরকার নেই। হিন্দু-মুসলিম, কারওর থাকার দরকার নেই।”

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে রাষ্ট্রসংঘকে দিয়ে ভোটের পক্ষে সওয়াল করে, কারা কারা এনআরসির পক্ষে রয়েছেন, সেই ব্যাপারে বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আর এবার তৃণমূল নেত্রীর এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর দিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কে পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন বাংলার বিজেপি সভাপতি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রসংঘকে দিয়ে ভোট করানো প্রসঙ্গ তুলে ধরে দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের ভাষায় কথা বলছেন। পাকিস্তান কথায় কথায় রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ দাবি করে। মমতা বন্দ্যোপাধ্যায়ও নাগরিকত্ব বিল নিয়ে রাষ্ট্রসঙ্ঘের মধ্যস্থতা দাবি করছেন। ওনার সরকারে থাকার কোনো অধিকার নেই। দ্রুত ওনার সরকার শেষ হয়ে যাওয়া উচিত। ওনার বিচার ব্যবস্থা, সংসদের উপর কোনো ভরসা নেই।”

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ এই কথা বলে আদতে মমতা বন্দোপাধ্যায়ের বিজেপিকে যে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, সেই ঘটনাকেই দমিয়ে দিলেন। কেননা দিলীপ ঘোষের এই কথাতে বিতর্ক ছড়ালেও ছড়াতে পারে। কিন্তু তা কিছুটা হলেও সত্যি। কারণ ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোতে রাষ্ট্রসঙ্ঘের কোনো অস্তিত্ব নেই।

তাই সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই রাষ্ট্রসঙ্ঘের প্রসঙ্গ তুলে ধরেছেন! তা নিয়ে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ তৃণমূলকে অনেকটাই চাপে ফেলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!