এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নরেন্দ্র মোদী-অমিত শাহ দাঁড়ালেও বাংলায় একটিও আসন পাবে না বিজেপি – দিল্লির বুকে জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি

নরেন্দ্র মোদী-অমিত শাহ দাঁড়ালেও বাংলায় একটিও আসন পাবে না বিজেপি – দিল্লির বুকে জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি


দিল্লিতে গিয়ে প্রথমে অরবিন্দ কেজরিওয়ালের ডাকে যন্তর মন্তরের ধরনা মঞ্চে উপস্থিত হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ানো দেখে জাতীয় রাজনীতিতে অনেকেই তৃণমূল নেত্রীকে বিরোধী মহাজোটের প্রধান মুখ হিসেবে মনে করেছিলেন। আর এবার দিল্লিতে দাঁড়িয়েই প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে।

সূত্রের খবর, এদিন বিরোধী মহাজোট হলেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদির বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীর মুখ কে হবে, এসব নিয়ে আমরা মোটেই চিন্তিত নই। আমাদের এখন একমাত্র লক্ষ্য মোদী-বিদায়। আর সেই লড়াইয়ে মোদির বিরুদ্ধে মুখ ভারতবর্ষের আমজনতা। আর তাঁরাই এবার নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে হঠিয়ে দেবে।” অন্যদিকে বাংলার ৪২ টি লোকসভা আসনের মধ্যে ২২ থেকে ২৩ টি আসন দখলের টার্গেট বিজেপির পক্ষ থেকে নেওয়া হলেও এদিন সেই কথা তুলে ধরে গেরুয়া শিবিরের উদ্দেশ্য কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা যায় তৃণমূল নেত্রীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্ষমতা থাকলে বাংলায় একটি আসনে জিতে দেখাক বিজেপি। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদি-অমিত শাহ প্রার্থী হলেও ওরা জিততে পারবেন না।” অন্যদিকে রাজ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্র সরকার সিবিআইকে লেলিয়ে লেলিয়ে দিয়ে হেনস্থা করছে বলেও এদিন গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “১৯৮০ সাল থেকে পশ্চিমবঙ্গে চিট ফান্ড চলছে। আমরা তো ২০১১ সালে ক্ষমতায় এসে এর বিরুদ্ধে আইন নিয়ে এসে মূল অভিযুক্তকে ধরেছি। অসমে চিটফান্ড কাণ্ডে বিজেপির অনেক নেতার নাম ছিল, তাদের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তৃণমূলের দিকে আঙুল তোলার আগে ওরা আগে নিজেদের দিকে দেখুন।”

এদিকে এদিন প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা শুধুমাত্রই সৌজন্য সাক্ষাৎ।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে বাংলায় নিজেদের দলীয় সংগঠনকে চাঙ্গা করতে এবং ৪২ টি লোকসভা আসনের মধ্যে কিছু আসুন নিজেদের দখলে রাখতে যখন মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রের শাসক দল বিজেপি, ঠিক তখনই সেই গেরুয়া শিবিরকে চাপে ফেলানোর চেষ্টা করে দিল্লিতে এসে সেই বিজেপির বিরুদ্ধেই সুর চড়ালেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!