এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের যুদ্ধ জয়ে কোন পথে বিরোধীদের মোকাবিলা? অভিষেকের পর আজ পথ বাতলে দেবেন খোদ মমতা

একুশের যুদ্ধ জয়ে কোন পথে বিরোধীদের মোকাবিলা? অভিষেকের পর আজ পথ বাতলে দেবেন খোদ মমতা


সামনেই 2021 এর রণাঙ্গন। 2011 পর 2016 সালে আবার দ্বিতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু এবারের 2021 এ বিরোধী দল বিজেপি কিছুটা শক্তিশালী হওয়ার জন্য চিন্তা বাড়ছে রাজ্যের শাসকদলের। তাই এই পরিস্থিতিতে বর্তমানে একদিকে ভয়াবহ দুর্যোগ এবং অন্যদিকে করোনা মোকাবিলা করতে গিয়ে যখন রীতিমতো হিমশিম খাচ্ছে রাজ্য প্রশাসন, ঠিক তখনই বিভিন্ন বিষয় তুলে ধরে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করছে ভারতীয় জনতা পার্টি।

এই পরিস্থিতিতে ভয়াবহ সংকটের আবহেই যে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে নামতে হবে, তা বুঝতে বাকি নেই ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বদের। একদিকে বিরোধীদের চাপ, অন্যদিকে দলের গোষ্টীদ্বন্দ্ব, দুদিক সামাল দিয়ে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 এর বিধানসভা নির্বাচনে দলকে সমবেতভাবে লড়ার জন্য ময়দানে নামাবেন, এখন তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের কাছে।

ইতিমধ্যেই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে সমন্বয় সাধন করে চলার বার্তা দিয়েছেন তিনি। আর এবার বিভিন্ন জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক করতে আসলে নামছেন খোদ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলের সকল জেলা নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও কনফারেন্সে আজকের বৈঠক ঘিরে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, করোনা ভাইরাস এবং ভয়াবহ দূর্যোগ সরকার মোকাবিলা করার চেষ্টা করলেও, মানুষকে ত্রাণ দেওয়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। যার ফলে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বিষয়ে তৃণমূলকে চেপে ধরা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বৈঠক থেকে সেই ব্যাপারে প্রতিটি জেলানেতৃত্বদের কড়া বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তৃণমূলের সবথেকে বড় বিড়ম্বনার কারণ বিভিন্ন জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব।

প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়ার পর সেই গোষ্ঠীদ্বন্দ্ব থামানোর জন্য বিভিন্ন কর্মসূচি দিয়ে দলকে বাঁধার চেষ্টা করলেও, এখনও পর্যন্ত নেতায়-নেতায় দ্বন্দ্বের ফলে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের অস্বস্তি বাড়ছে। তাই এমত পরিস্থিতিতে দলের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে হবে এদিনের বৈঠক থেকে কড়া বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। বিশেষজ্ঞরা বলছেন, যত দিন যাচ্ছে, ততই রাজ্যে বিজেপির প্রভাব বাড়ছে।

তারা বিভিন্ন বিষয় তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বৃদ্ধি করতে উদ্যোগী। তাই এমতাবস্তায় আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই এখন সমস্ত কর্মসূচিতে দলকে থাকার আর্জি জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আজ জেলা নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও কনফারেন্স থেকে কি বার্তা উঠে আসে, তার দিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের। আর নেত্রীর বার্তার দিকে তাকিয়ে শাসকদলের অন্দরমহলের বাড়ছে জল্পনা, তৈরী হচ্ছে উন্মাদনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!