এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকই পেলেন না মুখ্যমন্ত্রী! ক্ষোভে ফুঁসছেন মমতা!

প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকই পেলেন না মুখ্যমন্ত্রী! ক্ষোভে ফুঁসছেন মমতা!


করোনা ভাইরাসকে আটকাতে ইতিমধ্যেই প্রতিটি সরকার তৎপরতা অবলম্বন করতে শুরু করেছে। আর এই বিষয়ে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ চরম পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। আর করোনা ভাইরাসের সংকটকালীন মুহূর্তে এবার বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সুপার সাইক্লোন আমফানের। আর একদিকে করোনা মোকাবিলা করার সময় এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এখন চিন্তায় পড়েছে প্রতিটি সরকার।

এমতাবস্তায় একটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্যের কোনো আধিকারিককে। বরঞ্চ কেন্দ্রের পক্ষ থেকে চিঠি দিয়ে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে রাজ্যের রেসিডেন্ট কমিশনারকে।

আর বাংলায় প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়ার সম্ভাবনা নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে বৈঠক করলেও সেখানে কেন ডাকা হল না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শুধু তাই নয়, ইতিমধ্যেই তাকে বৈঠকে না ডাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রবল ক্ষীপ্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে এই সাইক্লোন শক্তিশালী হতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ওপর। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমনি সহ বিভিন্ন এলাকায় সমুদ্রের পাশ থেকে মানুষদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। আর করোনা ভাইরাসের ভয়াবহতার মুহূর্তে এভাবে বাংলা এবং উড়িষ্যার ওপর ভয়াবহ দূর্যোগ আছড়ে পড়ার সম্ভাবনা পরেই তা নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার।

যার ফলস্বরূপ প্রশাসনিক বৈঠক করার প্রক্রিয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পশ্চিমবঙ্গের উপরে এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হলেও কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ডাক পেলেন না, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। কেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে এড়িয়ে রাজ্যের রেসিডেন্ট কমিশনারকে এই বৈঠকে আমন্ত্রণ করল কেন্দ্রীয় সরকার, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে নবান্ন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গোটা পরিস্থিতি নিয়ে বিস্তর জলঘোলা হতে পারে। প্রধানমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ না পেয়ে অপমানিত বোধ করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এহেন ভয়াবহ পরিস্থিতিতে কেন্দ্র বান রাজ্যের দ্বৈরথকে আরও বাড়িয়ে দেবে বলেই মত ওয়াকিবহাল মহলের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!