এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে মমতাকে হঠাতে বিজেপি চেপে ধরতেই মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া – ওরা পাগল হয়ে গেছে!

করোনা আবহে মমতাকে হঠাতে বিজেপি চেপে ধরতেই মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া – ওরা পাগল হয়ে গেছে!


একদিকে করোনা ভাইরাস এবং অন্যদিকে ভয়াবহ ঘূর্ণিঝড়, এই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে। কঠিন পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাঝেমধ্যেই রাজ্যের শাসকদলের ত্রুটি বিচ্যুতি বের করে তাদেরকে চেপে ধরেছে ভারতীয় জনতা পার্টি। যার ফলে অস্বস্তিতে পড়তে হচ্ছে ঘাসফুল শিবিরকে। বর্তমানে ফোন কলের মাধ্যমে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাতে বিজেপির পক্ষ থেকে নেওয়া পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

যেখানে নানা সাধারণ মানুষের কাছে ফোন করে “যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাতে চান তাহলে ১ প্রেস করুন” বলে আহ্বান জানানো হচ্ছে। আর বর্তমান সঙ্কটজনক পরিস্থিতিতে যেভাবে বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে জনমত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর কৌশল নেওয়া হয়েছে, তাতে রীতিমত চাপে ঘাসফুল শিবির। জানা গেছে, এদিন মমতা বিরোধী অভিযান পর্বে বিজেপির আইটি সেলের পক্ষ থেকে একটি ফোনকল পান বিভিন্ন মানুষ।

যেখানে তাঁদের ফোন করে একটি রেকর্ডে শোনানো হয় যে, “এবার মমতাকে সরানোর দিন এসেছে। আপনি যদি চান কীপ্যাডে 1 টিপুন।” আর বর্তমান পরিস্থিতিতে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য কেন বিজেপি এই ধরনের কর্মসূচি নিচ্ছে, তা নিয়ে সেই ফোন কল পাওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন প্রেরণা দেবী। আর বিভিন্ন জায়গায় বাংলার বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো নিয়ে বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হলে, এবার তা নিয়ে ঘনিষ্ঠ মহলে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপি একের পর এক প্রচার চালিয়ে যাচ্ছে। এই বিপর্যয়ে পর্বে সাহায্য করার বদলে ওরা নোংরা রাজনীতি শুরু করেছে। ওরা পাগল হয়ে গিয়েছে। বাংলার মানুষই এর জবাব দেবে।”‌ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে এই কথা বলে বোঝাতে চেয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি সত্যি দুর্ভাগ্যজনক।

যেখানে মানুষকে বাঁচানো প্রধান ইস্যু হওয়া উচিত, সেখানে বিজেপি তাকে সরাতে নিজেদের ক্ষতি করছে বলেই গেরুয়া শিবিরের উদ্দেশ্যে ঘনিষ্ঠমহলে তোপ দেগেছেন বাংলার প্রশাসনিক প্রধান বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে শুধু ঘনিষ্ঠমহলে নয়, ইতিমধ্যেই তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ার অনেক নেতা-কর্মী বিজেপির এই উদ্যোগে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে‌। যাকে কেন্দ্র করে এখন সোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!