এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন করে রাজ্যেবাসী জানবে দেশের প্রাচীন লোকসঙ্গীত, খুশির হাওয়া জঙ্গলমহলে

মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন করে রাজ্যেবাসী জানবে দেশের প্রাচীন লোকসঙ্গীত, খুশির হাওয়া জঙ্গলমহলে

রাজ্যের আধুনিক মনষ্ক এবং অত্যন্ত প্রগতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে দেশের প্রাচীন লোকসঙ্গীত ঝুমুর’ পাঠ্যক্রমে স্থান দিতে চলেছে  সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। সূত্র মারফত জানা গিয়েছে জুলাই মাস থেকেই পুরুলিয়ার এই বিশ্ববিদ্যালয়ে ঝুমুরের ডিপ্লোমা কোর্স চালু হচ্ছে। ছৌ-এর পর এই লোকসঙ্গীতকে পাঠ্যক্রমে জায়গা করে দিয়ে দেশে একটি বিরল রেকর্ড সৃষ্টির পথে রাজ্যের এই নবীন বিশ্ববিদ্যালয়। এরমধ্যেই এক বছরের এই ডিপ্লোমা কোর্সটিতে ভর্তির জন্যে ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা যাচ্ছে আগামী ১২ ই জুলাই অবধি ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এই শিল্পকলার পাঠ নেওয়ার জন্যে মাত্র ৩১০০ টাকা কোর্স ফি ধার্য হয়েছে। এই মুহূর্তে এই কোর্সে আসন সংখ্যা ৫০ টি রাখা হয়েছে।  এই ডিপ্লোমা কোর্স চালু করতে বিশ্ববিদ্যালয় , উপাচার্যকে চেয়ারম্যান বসিয়ে আরও ৭ জন সদস্যের সমন্বয়ে ‘ঝুমুর অ্যাকাডেমি বোর্ড’ সিলেবাস কমিটি তৈরী করে। সেই কমিটি ইতিমধ্যেই সিলেবাস তৈরী করে দিয়েছে। এই গোটা বিষয় প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দীপক রঞ্জন মণ্ডল বললেন, “ঝুমুর ভারতের প্রাচীন লোকসঙ্গীত। সেই সঙ্গীতকে নিয়ে ছাত্র-ছাত্রীরা যাতে লেখাপড়া করতে পারে তাই আমরা চলতি মাস থেকেই ডিপ্লোমা কোর্স চালু করছি।” জানা যাচ্ছে এই বছরে মার্চ মাসে মুখ্যমন্ত্রী তাঁর জেলা সফরকালে প্রশাসনিক বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই জেলার সঙ্গে মিশে থাকা লোকসংস্কৃতিকে আরও গুরুত্ব দিতে বলেন । মুখ্যমন্ত্রীর এই ইচ্ছে কে সম্মান জানাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  এই প্রাচীন লোকসঙ্গীতকে পাঠ্যক্রমের অন্তর্ভূক্ত করলো।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!