এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা-ধনকর তিক্ততা মিটে ‘আচ্ছে দিনের’ শুরুয়াত? তৃণমূল নেত্রীর নয়া পদক্ষেপে জল্পনা চরমে

মমতা-ধনকর তিক্ততা মিটে ‘আচ্ছে দিনের’ শুরুয়াত? তৃণমূল নেত্রীর নয়া পদক্ষেপে জল্পনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যপালের সঙ্গে সরকারের তিক্ততার সম্পর্ক নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকর দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে মন্তব্য করা শুরু করলে তার সঙ্গে সরকারের ক্রমশ দূরত্ব তৈরি হয়। শিক্ষা থেকে শুরু করে আইন-শৃঙ্খলা, বিভিন্ন বিষয়ে মন্তব্য করে সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দেন তিনি। পাল্টা সরকারের পক্ষ থেকে রাজ্যপালকে “পদ্মপাল” বলে আক্রমণ করা হয়। আর রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত যখন তুঙ্গে, ঠিক তখনই আজ প্রজাতন্ত্র দিবসের দিন এবার হঠাৎ করেই রাজভবনে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাভাবিক ভাবেই হঠাৎ করে মুখ্যমন্ত্রীর রাজভবনে উপস্থিতিকে কেন্দ্র করে এবার ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞদের মধ্যে। সূত্রের খবর, আজ কিছুক্ষণ আগেই রাজভবনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন, সম্প্রতি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল রাজ্যে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে ওঠার সময় “জয় শ্রীরাম” স্লোগান শুরু হলে সেই বক্তব্য রাখা থেকে বিরত থাকেন তিনি। আর সেই মঞ্চে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই ধরনের ঘটনা ঘটার পরেই আজ প্রথমবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তাদের দুজনের মধ্যে কি বিষয়ে কথোপকথন হবে, এখন তা নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে চলেছে। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী রাজভবনে উপস্থিত হয়েছেন। তবে অনেকে আবার বলছেন, সামনে বিধানসভা নির্বাচন।

ইতিমধ্যেই ভোটার দিবসের দিন এই ব্যাপারে মুখ খুলে টুইটে মুখ্যমন্ত্রীকে অবগত করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। স্বাভাবিকভাবেই তাদের দুজনের মধ্যে এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যতা, নাকি রাজনৈতিক সহ প্রশাসনিক নানা বিষয়ে আলোচনা হতে পারে! এখন তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সব মিলিয়ে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কেন্দ্র করে বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চর্চা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!