এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লক্ষ বিধানসভা উপ নির্বাচন, এবার মমতার এই মন্ত্রীর উপর বর্তালো সমস্ত দ্বায়িত্ব ! জানুন বিস্তারিত

লক্ষ বিধানসভা উপ নির্বাচন, এবার মমতার এই মন্ত্রীর উপর বর্তালো সমস্ত দ্বায়িত্ব ! জানুন বিস্তারিত


 

লোকসভা নির্বাচনে তৃনমূল উত্তরবঙ্গে খুব একটা ভালো ফল করতে পারেনি। তবে লোকসভার পর বিধানসভা উপ নির্বাচনে তৃনমূল কিছুটা হলেও ভালো ফলাফল করেছি। যা সকলেই প্রত্যক্ষ করেছে কালিয়াগঞ্জে। আর এবার 2021 এর বিধানসভা নির্বাচনের আগে ফালাকাটা বিধানসভা উপ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, এই কেন্দ্রে জয়লাভ করতে ফেব্রুয়ারি মাসে ফালাকাটায় আসতে চলেছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে ফালাকাটা বিধানসভার 266 টি বুথের মধ্যে প্রায় 190 টি বুথেই বিজেপির থেকে পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার সেই ভোট মেরামতি করতে তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। বর্তমানে নাগরিকত্ব সংশোধনী আইনকে কাজে লাগিয়ে বিজেপিকে বিপাকে ফেলতে উদগ্রীব হয়ে উঠেছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই বুথ পিছু তৃণমূল কর্মীদের নামের তালিকা প্রস্তুত করছে জেলা তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত, লোকসভা ভোটে যে বুথগুলোতে তৃণমূলের পরাজয় হয়েছে, সেই বুথে জয় নিশ্চিত করতে উদ্যোগী ঘাসফুল শিবির। কিন্তু লোকসভায় যেভাবে উত্তরবঙ্গে তৃণমূলের পরাজয় হয়েছে, তাতে ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে তাদের পক্ষে জয় আনা কি সম্ভব হবে! বিশেষজ্ঞদের একাংশের মতে, করিমপুর থেকে কালিয়াগঞ্জের দায়িত্বে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাই সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফালাকাটার দায়িত্ব দিয়ে মুশকিল আসান করতে চাইছেন তৃণমূল নেত্রী।

এদিন এই প্রসঙ্গে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “লোকসভা ভোটের পর অনেক নদীতে অনেক জল বয়ে গিয়েছে। কলিয়াগঞ্জ এবং করিমপুরের লোকসভা ভোটে অনেক বুথে বিজেপি এদিয়ে গিয়েছিল। তবুও আমরা বিজেপিকে ছাপিয়ে শেষ পর্যন্ত জিতেছি। তাই জোর গলায় বলছি, ফালাকাটায় আমরাই জিতব।”

পাশাপাশি এই ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের ঘর গোছানোর প্রস্তুতি চূড়ান্ত পরিমাণে চলছে বলেও জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিশ্লেষকরা বলছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় যখন যা দায়িত্ব নিয়েছেন, তা সাফল্যের সঙ্গে পালন করেছেন। তাই এবার ফালাকাটার দায়িত্ব তাকে দিয়ে নিজেদের জয় নিশ্চিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভায় বিজেপি প্রভাবিত উত্তরবঙ্গের হাওয়াকে মুছে দিয়ে রাজীববাবু তৃণমূলের বৈতরণী পার করতে কতটা সক্ষম হন! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!