এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা ব্যানার্জি হারার ভয়ে ভীত? “প্রমান” সহ ব্যাখ্যা করলেন মুকুল রায়

মমতা ব্যানার্জি হারার ভয়ে ভীত? “প্রমান” সহ ব্যাখ্যা করলেন মুকুল রায়


লোকসভায় বিজেপি সাফল্য পাওয়ার পর তারা এখন রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচনের দাবি জানাতে শুরু করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক পৌরসভার মেয়াদ বহুদিন আগে পার হয়ে গেলেও সেখানে প্রশাসক বসিয়ে সেই পৌরসভা পরিচালনা করছে রাজ্য সরকার। যা নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তীব্র ভৎসনা জানাচ্ছে বিরোধী দল বিজেপি।

কিন্তু কেন সরকার সেই পৌরসভা নির্বাচন করছে না, তা প্রমান সহ ব্যাখ্যা করলেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বঙ্গ বিজেপি মুকুল রায়। সূত্রের খবর, সোমবার মালদহের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, “মমতা ব্যানার্জি হারার ভয় পাচ্ছেন। আর এই হারার ভয়ে থেকেই তিনি সংবিধান মানছেন না। এখন যদি পৌরসভা নির্বাচন হয়, তাহলে অধিকাংশ জায়গাতেই বিজেপি জিতবে। সেই কারণে তিনি কোনো পৌরসভায় নির্বাচন করছেন না। নির্বাচনের আগে তিনি জেলা শাসক এবং পুলিশ সুপারদের কাজে লাগাচ্ছেন। কিন্তু এটাতে বিজেপিরই সুবিধা হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থ্যাৎ মুকুল রায় সাংবাদিকদের সামনেই মন্তব্য করে প্রমাণ করে দিতে চাইলেন, যে তার প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিকাংশ পৌরসভার নির্বাচনে হেরে যাবেন আর তাই তিনি সেই সমস্ত পৌরসভা ভোট করতে চাইছেন না বলে মত রাজনৈতিক মহলের।

এদিন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ফের “বাংলার গণতন্ত্র নেই” বলে দাবি করেন মুকুল রায়। তিনি বলেন, “রাজ্যের কোথাও আইনের শাসন নেই। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে 89 জনের মৃত্যু হয়েছে। আইন-শৃঙ্খলা তলানিতে ঠেকেছে। বাংলায় লোকতন্ত্রটা থাকবে কি থাকবে না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।” অন্যদিকে তাদের সংকল্প যাত্রায় প্রবল বাধা আসছে বলেও অভিযোগ জানান এই বিজেপি নেতা।

পাশাপাশি সামনেই রাজ্যের যে তিনটি বিধানসভা আসনে পুনর্নির্বাচন হচ্ছে, সেখানেও বিজেপি জিতবে বলে দাবি করেন তিনি। কিন্তু যেভাবে রাজ্য বনাম রাজ্যপালের বিভিন্ন ইস্যুতে সংঘাত তৈরি হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে তিনি কি বলবেন!

এদিন এই প্রসঙ্গে মুকুলবাবু বলেন, “রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। তিনি চাইলে যে কোনো রাজ্যে যেতে পারেন। এটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু যেভাবে তাকে প্রশাসন অসহযোগিতা করছে, তা সত্যিই অনুচিত।” সব মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে পৌরসভা নির্বাচন হারার কারণে করা হচ্ছে না বলে দাবি তুললেন বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতা মুকুল রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!