এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা নয় এবার অভিষেকের দেখানো পথেই আপ্লুত অনুব্রত! দলীয় নেতা-কর্মীদের দিলেন বড়সড় নির্দেশ!

মমতা নয় এবার অভিষেকের দেখানো পথেই আপ্লুত অনুব্রত! দলীয় নেতা-কর্মীদের দিলেন বড়সড় নির্দেশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার যুবশক্তি নামে নতুন একটি কর্মসূচির সূচনা করেন। যে কর্মসূচির মাধ্যমে যুবকদের আরও বেশি করে মাঠে নামানোর উদ্যোগ নিতে দেখা যাবে তৃণমূল যুব কংগ্রেসকে। স্বাভাবিকভাবেই রাজ্যের প্রতিটি জেলায় তৃণমূল নেতৃত্বদের কাছে এই কর্মসূচি যাতে সঠিক ভাবে পালন করা হয়, তার জন্য নির্দেশ পৌছে গেছে।

আর তারই অঙ্গ হিসেবে বীরভূম জেলায় এই নির্দেশ আসা মাত্রই সকলকে “বাংলার যুবশক্তি” কর্মসূচি যাতে সঠিক ভাবে পালন করা হয়, তার জন্য নির্দেশ দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, বৃহস্পতিবার বোলপুরের তৃণমূলের কার্যালয়ে বাংলার যুবশক্তি কর্মসূচি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, সহ-সভাপতি অভিজিৎ সিংহ, রাজ্য যুব তৃনমূলের সাধারণ সম্পাদক সম্রাট তফাদার, শান্তনু কোনার সহ অন্যান্যরা। আর সেখানেই ছাত্র-যুব নির্বিশেষে সকলেই কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করে, তার জন্য নির্দেশ দেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, এদিনের এই বৈঠক থেকে তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতেও দেখা যায় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। বয়সে ছোট হলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি করে যে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন, তা বলতে ভোলেননি অনুব্রতবাবু।

তিনি বলেন, “বাংলার যুবশক্তি কর্মসূচির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ছাত্র এবং যুবদের রাজনীতিতে যোগ দিয়ে সমাজ গড়তে হবে। যারা তৃণমূলের সঙ্গে যুক্ত নয়, সেই যুব এবং ছাত্রদের এই কর্মসূচির মাধ্যমে সদস্য করা হবে।” বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে কে প্রকৃতভাবে মানুষের পাশে থেকেছে, তা নিয়ে রাজনৈতিকভাবে চর্চা শুরু হয়েছে।

আর এই পরিস্থিতিতে “বাংলার যুবশক্তি” নামে একটি অরাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তৃণমূল যুব কংগ্রেস চাইছে, মানুষের কাছে পৌছে যেতে। আর তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচির সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার জেলা থেকে জেলায় সেই কর্মসূচি ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হল।

যার অঙ্গ হিসেবে বীরভূম জেলা তৃণমূলের উদ্যোগে রীতিমত বৈঠক করে এই কর্মসূচির সাফল্য রূপ দেওয়ার জন্য নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল। এখন অনুব্রতবাবুর সেই নির্দেশকে মান্যতা দিয়ে জেলার ছাত্র-যুবরা বীরভূমে “বাংলার যুবশক্তি” কর্মসূচি কতটা সার্থকভাবে রূপায়িত করতে পারে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!