এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লক্ষ্য বিধানসভা! বিজেপির সিএএকে ভোঁতা করতে আগামী দুমাসেই বড়সড় পদক্ষেপ মমতা ব্যানার্জির

লক্ষ্য বিধানসভা! বিজেপির সিএএকে ভোঁতা করতে আগামী দুমাসেই বড়সড় পদক্ষেপ মমতা ব্যানার্জির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলার মানুষের কাছে অমিত শাহ তার বার্তা পৌঁছে দিয়েছেন। যেখানে লকডাউনের কারণে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চর্চা কিছুটা হলেও, তা স্তিমিত হয়ে গিয়েছিল। তবে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে সেই আইনকে অস্ত্র করেছে গেরুয়া শিবির।

আর তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে এবং বিজেপিকে পর্যুদস্ত করতে এবার এই আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি রাজ্যের উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের জন্য নয়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 23 মার্চ উত্তরবঙ্গের কালিয়াগঞ্জের জনসভা থেকে 119 টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের নিঃশর্ত দলিল দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই আইন এবং উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের পক্ষ থেকে টিম গঠন করে কাজ শুরু করে দেওয়া হয়।

তবে লকডাউনের কারনে মাঝে সেই কাজ অনেকটাই থমকে গিয়েছিল। কিন্তু লকডাউন কিছুটা শিথিল হতে না হতেই এবার ফের জমির মাপজোক নেওয়ার কাজ শুরু হয়েছে। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে, কোনোভাবেই এই কাজে দেরি করা যাবে না। আগামী সেপ্টেম্বরের মধ্যে যাতে সমস্ত কাজ শেষ করে দেওয়া যায়, তার জন্য কড়া বার্তা দিয়েছেন প্রশাসনিক প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যখন তাদের এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রচার চালাবে, ঠিক তখনই উদ্বাস্তু মানুষদের মধ্যে নিঃশর্ত দলিল দেওয়ার ব্যাপারটিকে তুলে ধরে তৃণমূল-বিজেপিকে আরও কোণঠাসা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, রাজ্যের মোট 237 টি কলোনির মধ্যে 213 টি বাসিন্দাদের স্থায়ী ঠিকানা এবং নাগরিক হিসেবে যাবতীয় অধিকার প্রতিষ্ঠিত হবে‌। আর বাকি 24 টি কলোনীতেও একাইভাবে এই কাজ করা হবে। ইতিমধ্যেই এই ব্যাপারে কিছু আইনগত সমস্যা থাকায় তা মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মূলত কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 দিনাজপুর এবং কোচবিহার জেলা মিলিয়ে প্রায় 3 লক্ষ উদ্বাস্তু পরিবারকে নাগরিকত্ব দেওয়ার কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অনেকে বলছেন, সামনে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের তৃণমূল সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কেননা বিজেপি নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনের আগে যে ব্যাপক প্রচার চালাবে, তা স্পষ্ট সকলের কাছে।

তাই এই পরিস্থিতিতে সেই বিজেপির আইনকে কার্যত দমিয়ে দিতে এবং পাল্টা প্রচার করে মানুষের মনে জায়গা করে নিতে উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের নিঃশর্ত দলিল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সহানুভূতি আদায় করতে চাইছেন বলেই মনে করছে পর্যবেক্ষকরা। তবে শেষ পর্যন্ত বিজেপি এই আইন নিয়ে প্রচার করে বেশি সাফল্য পায়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিঃশর্ত দলিল দিয়ে বেশি সমর্থন পান, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!