এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপির পতন শুরু হয়ে গেল এই উপনির্বাচন থেকেই? বড়সড় বার্তা হেভিওয়েট জোট নেতার

বিজেপির পতন শুরু হয়ে গেল এই উপনির্বাচন থেকেই? বড়সড় বার্তা হেভিওয়েট জোট নেতার


2011 সালে ক্ষমতায় আসার পর পাহাড়ের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাহাড় শান্ত হলেও তৎকালীন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংয়ের সঙ্গে সরকারের মতানৈক্য পাহাড়ে তীব্র অশান্তির সৃষ্টি করেছিল। পরোক্ষে সেই বিমল গুরুংকে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্যের বিরোধী দল বিজেপির বিরুদ্ধে। যা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টির তরজা সৃষ্টি হয়।

তবে বিজেপির বিরুদ্ধে নানা সময়ে তৃণমূল নানা অভিযোগ তুললেও 2019 সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রের জয় লাভ করেন বিজেপির রাজু বিস্ত। অন্যদিকে বিমল গুরুং পাহাড় ছাড়া হওয়ার পর মোর্চার দায়িত্ব নেওয়া জিটিএ প্রধান বিনয় তামাংয়ের সঙ্গে জোট গঠন করে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থীকে সমর্থন করার কথা জানিয়ে দেন সেই বিনয় তামাংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। কিন্তু তারপরও শৈলশহর দার্জিলিংয়ের ক্ষমতা থেকে যায় সেই ভারতীয় জনতা পার্টির কাছেই।

তবে লোকসভা নির্বাচনে এবার সারা রাজ্যে বিজেপির ব্যাপকভাবে উত্থান ঘটায়, পাহাড়ে যে বিজেপি সাফল্য পাবে, সেই ব্যাপারে নিশ্চিত ছিল একাংশ। সেইমত সাফল্যও এসেছিল। কিন্তু লোকসভার কিছুদিন যেতে না যেতেই সদ্যসমাপ্ত রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনে বিজেপি পর্যদুস্ত হয়েছে। খড়গপুর, কালিয়াগঞ্জ এবং করিমপুরের তিনটি বিধানসভা নির্বাচনেই তৃণমূল প্রার্থীদের কাছে পরাজিত হতে হয়েছে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের। আর এমত পরিস্থিতিতে রাজ্যে যে আর বিজেপি হাওয়া নেই, সেই ব্যাপারে দাবি করতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই তৃণমূলের তরফে বিজেপিকে কোণঠাসা করার জন্য আক্রমণ করা হচ্ছে। আর এই অবস্থায় উপনির্বাচনে পর্যুদস্ত হওয়া বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং। সূত্রের খবর, এদিন দিল্লি থেকে বিনয় তামাং বলেন, “বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে। বাংলায় 3 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বিজেপির পরাজয়ের ইঙ্গিত দিয়েছে। 2021 সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। আর বিজেপি জিতবে না, এবার শুধুই হারবে।”

অন্যদিকে আগামী 2021 সালে বিধানসভা নির্বাচনে পাহাড়ে জনমুক্তি মোর্চার যে প্রার্থী দেবে সেখানে যেমন তৃণমূল তাদের সমর্থন করবে, ঠিক তেমনই তারাও তৃণমূলকে সমর্থন করবেন বলে জানিয়ে দিয়েছেন সেই বিনয় তামাং। পাশাপাশি সদ্যসমাপ্ত রাজ্যের বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পরই তৃণমূল প্রার্থীদের জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন বিনয় তামাং। যেখানে তৃণমূল নেত্রীকে অভিনন্দন জানিয়ে এনআরসি এবং সিটিজেনশিপ সংশোধনী বিলের সঙ্গে বিজেপির অহংকারেই পতন ঘটেছে বলে জানিয়ে দেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ের বিনয় তামাংয়ের সঙ্গে সরকারের এমনিতেই ভালো সম্পর্ক। আর এবার সমতলের 3 বিধানসভা উপনির্বাচনে বিজেপি পর্যুদস্ত হওয়ায় আগামী বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার সাথে তৃণমূল কংগ্রেসের যে সন্ধিক্ষণ হবে, সেই ব্যাপারটি নিশ্চিত হয়ে গেল। অন্যদিকে, পাহাড়ের ৩ আসন দার্জিলিং, কালিম্পঙ ও কার্শিয়াংকে গোর্খা জনমুক্তি মোর্চার গড় বলা হত। কিন্তু, উপনির্বাচনে দার্জিলিং আসনটি বিজেপি ছিনিয়ে নিয়েছে ইতিমধ্যেই – ফলে বিনয় তামাংরা যে এবার বিজেপিকে কোনঠাসা করতে উঠে পড়ে লাগবেন সে বিষয়ে কার্যত নিঃসংশয় বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!