প্রয়াত অটল বিহারি বাজপেয়ী – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন নিজের প্রতিক্রিয়ায়? জাতীয় বিশেষ খবর August 16, 2018 ভারতীয় রাজনীতিতে ইন্দ্রপতন – চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। আজ সাড়ে ৫ টায় এইমস কর্তৃপক্ষের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশে জানানো হল – তাঁর জীবনাবসানের কথা। মেডিক্যাল বুলেটিনে জানানো হল বিকেল ৫:০৫ মিনিটে তিনি অমৃতলোকের পথে যাত্রা করেছেন। ৯৪ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন। তাঁর মৃত্যুতে ট্যুইট করে নিজের শোকবার্তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Very very saddened that the great statesman and former PM Shri Atal Bihari Vajpayee ji is no more with us. His passing away is a very big loss to our nation. I will always cherish the many fond memories. Condolences to his family and his many admirers — Mamata Banerjee (@MamataOfficial) August 16, 2018 আপনার মতামত জানান -