এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজীব কুমারকে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিজের প্রতিক্রিয়ায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

রাজীব কুমারকে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নিজের প্রতিক্রিয়ায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?


গত রবিবার রাত থেকে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের জেরা করা নিয়ে কার্যত নজিরবিহীন ঘটনা চলছে রাজ্যজুড়ে – যা তোলপাড় করে দিয়েছে রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতিও। রাজ্যে সারদাকাণ্ডের তদন্তের জন্য রাজ্য সরকার একটি স্পেশ্যাল ইনভেস্টিগেশন টীম বা সিট গঠন করে। যার মাথায় ছিলেন রাজীব কুমার। এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কাণ্ডের তদন্তভার হাতে তুলে নেয় সিবিআই। ফলে সিটের আর তদন্তে কোনো কাজ থাকে না – কিন্তু বিরোধীদের তরফে বারবার অভিযোগ ওঠে সিটের নামে আসলে সারদা কাণ্ডের বহু নথি নষ্ট করে দেওয়া হয়েছে এবং এর নেতৃত্ব দিয়েছেন রাজীব কুমার।

অন্যদিকে, সিবিআইয়ের তরফে স্পষ্ট দাবি, সারদা কর্তা সুদীপ্ত সেনকে জেরা করে জানতে পারা গেছে রাজীব কুমার একটি ল্যাপটপ, ৫ টি মোবাইল ফোন, হার্ডডিস্ক, পেন ড্রাইভ তদন্তের সময় সিজ করেছেন আর সেখানে নাকি বহু প্রভাবশালীকে দেওয়া সুদীপ্ত সেনের হিসাব আছে। অথচ, সেই সব গুরুত্ত্বপূর্ন নথি রাজীব কুমার সিবিআইয়ের হাতে তুলে দেন নি বলে অভিযোগ ওঠে। এরফলে, গত দুবছর ধরে তাঁকে তিন-তিনবার সিবিআইয়ের তরফে ডেকে পাঠানো হলেও, তিনি সিবিআইয়ের সঙ্গে দেখা করেননি। ফলে গত রবিবার সিবিআইয়ের একটি টীম রাজীব কুমারের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে গেলে কলকাতা পুলিশ কার্যত গোয়েন্দা আধিকারিকদের ঘাড় ধরে বা চ্যাংদোলা করে থানায় নিয়ে চলে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঘটনাস্থলে ছুটে আসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, রাজীব কুমার নির্দোষ ও পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশ অফিসার। নরেন্দ্র মোদী রাজনৈতিক প্রতিহিংসা নিতে সিবিআই লাগিয়েছে আর এর প্রতিবাদে তিনি সেদিন রাত থেকেই মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন। অন্যদিকে রাজীব কুমারকে জেরা করতে গিয়ে কলকাতা পুলিশের হাতে এইভাবে হেনস্থা হওয়ার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আজ সেই মামলার শুনানি করে। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল – আপাতত গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে, তবে সিবিআই যদি মনে করে রাজীব কুমারকে সিবিআই তদন্তের মুখোমুখি হতেই হবে। পাশাপাশি আগামী ২০ শে ফেব্রুয়ারি রাজীব কুমারকে সশরীরে সুপ্রিম কোর্টে হাজির হতে হবে।

আর এই রায় সামনে আসতেই ধর্নামঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন – এটা আমাদের নৈতিক জয়। বিচারব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। রাজীব কুমার কখনও বলেনি যে তিনি (সিবিআইয়ের সামনে) উপস্থিত হতে পারবে না, অসহযোগিতার কথা কখনও বলা হয়নি। তাছাড়া আদালত অবমাননা, রাজীব কুমারকে গ্রেফতারের মতো সিবিআইয়ের দাবি আদালতে খারিজ হয়ে যাওয়ায় আমি সুপ্রিম কোর্টকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই লড়াই শুধু রাজীব কুমারের লড়াই নয়। এই লড়াই কোটি কোটি মানুষের লড়াই। তাঁদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে বলেই আমাকে এইভাবে ধর্নায় বসতে হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!