এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রকাশিত দেশের মুখ্যমন্ত্রীদের সম্পদের তালিকা, ‘দ্বিতীয় গরীবতম’ মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত দেশের মুখ্যমন্ত্রীদের সম্পদের তালিকা, ‘দ্বিতীয় গরীবতম’ মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের ‘ইউএসপি’ বরাবরই তাঁর ‘সততা’, যদিও ইদানিং বিরোধীরা সেই ‘সততার’ তকমায় প্রশ্ন তুলে দিয়েছেন। তাঁর আমলে ঘটে যাওয়া সারদা, নারদ বা রোজভ্যালি কাণ্ডের দায় বকলমে তাঁর কাঁধেই চাপিয়েছেন। কিন্তু এডিআর বা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম সম্প্রতি দেশের ২৯ রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সম্পদের তালিকা প্রকাশ করেছে। সে তালিকা থেকেই পরিষ্কার বিরোধীদের দাবি নস্যাৎ করে দেশের অন্যতম ‘দরিদ্র’ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, নির্বাচনের মনোনয়ন পেশের সময় জমা দেওয়া সম্পত্তির হলফনামায় অনুসারে তৈরি হয়েছে এই তালিকা।

সেই তালিকা অনুযায়ী দেশের ‘গরীবতম’ মুখ্যমন্ত্রীদের তালিকা নিম্নরূপ –
১. মানিক সরকার – ত্রিপুরা – ২৬ লক্ষ টাকা
২. মমতা বন্দ্যোপাধ্যায় – পশ্চিমবঙ্গ – ৩০ লক্ষ টাকা
৩. মেহেবুবা মুফতি – জম্মু ও কাশ্মীর – ৫৫ লক্ষ টাকা

দেশের ‘ধনীতম’ মুখ্যমন্ত্রীদের তালিকা নিম্নরূপ –
১. চন্দ্রবাবু নাইডু – অন্ধ্রপ্রদেশ – ১৭৭ কোটি টাকা
২. প্রেমা খান্ডু – অরুণাচল প্রদেশ – ১২৯ কোটি টাকা
৩. অমরেন্দ্র সিংহ – পঞ্জাব – ৪৮ কোটি টাকা

ফৌজদারি মামলার তালিকা অনুযায়ী ‘সেরা’ তিন –
১. দেবেন্দ্র ফড়ণবীস – মহারাষ্ট্র – ২২ টি মামলা
২. পিনারাই বিজয়ন – কেরল – ১১ টি মামলা
৩. অরবিন্দ কেজরিওয়াল – দিল্লি – ১০ টি মামলা

এছাড়াও ওই তালিকা থেকে আরো জানা যাচ্ছে –
১. শিক্ষাগত ‌যোগ্যতার দিকে সব থেকে এগিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং
২. দেশের ৩৯% মুখ্যমন্ত্রী স্নাতক
৩. দেশের ১৬% মুখ্যমন্ত্রীর স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে
৪. দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৫ জনই কোটিপতি
৫. দেশের মুখ্যমন্ত্রীদের গড় সম্পদের পরিমান ১৬ কোটি টাকা, মাত্র ১৯% মুখ্যমন্ত্রীদের সম্পদের পরিমান ১ কোটির কম

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!