এখন পড়ছেন
হোম > রাজ্য > বোলপুরে প্রশাসনিক বৈঠক একনজরে দেখে নিন মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য

বোলপুরে প্রশাসনিক বৈঠক একনজরে দেখে নিন মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য


আজ বোলপুরে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে জেলার সব প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত রয়েছেন।

একনজরে দেখে নিন মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য:-

১. রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল বরদাস্ত করা হবে না পরিষ্কার জানালেন পাশাপাশি জানালেন ঐতিহ্যবাহী মিছিলগুলির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

২. সাম্প্রদায়িক উস্কানি ছড়ালে কড়া ব্য়বস্থা নেওয়া হবে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

৩. ভোটের কারণে উন্নয়ন আটকাবে না। পঞ্চায়েত নির্বাচনের আগে সব কাজ চালিয়ে যেতে হবে। নির্বাচনের জন্য যেন উন্নয়ন থমকে না থাকে।
অগাস্টে পঞ্চায়েত ভোট হলে তার আগে কাজ শেষ করতে হবে করা নির্দেশ।

৪. বাদুড়িয়ায় বারবার মুরগির মৃত্যু কেন হচ্ছে ?কেন আগে থেকে সতর্ক হয়নি প্রশাসন? প্রশাসনের বিভিন্ন স্তরের সমস্যা চেপে দেওয়া হচ্ছে কেন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

৫. বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে কিনা জানতে চাইলেন মুখ্যমন্ত্রী।
আধিকারিক জানান রামপুরহাট মেডিকেল কলেজ নিয়ে কোনও সমস্যা নেই,পাশাপাশি বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে বলেও জানান।

৬. ইলামবাজারে বাউলবিতান গড়ে তোলা হবে বলে ঘোষণা।

৭. বোলপুরে পুলিশ লাইন ও হ্যালিপ্যাড হবে

৮. কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ বাড়বেble ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

৯. ১০০ দিনের কাজে ১ নম্বরে বাংলা

১০. সিলিকন ভ্যালির ধাঁচে রাজ্যে IT হাব হবে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!