এখন পড়ছেন
হোম > জাতীয় > কংগ্রেস-তৃণমূল কাছাকাছি আসার জল্পনা, দিল্লিতে বৈঠকে বসছেন সোনিয়া-মমতা

কংগ্রেস-তৃণমূল কাছাকাছি আসার জল্পনা, দিল্লিতে বৈঠকে বসছেন সোনিয়া-মমতা


প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর নির্দেশে তাঁর রাজনৈতিক সচিব আহমেদ পটেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বৈঠকের জন্যে দিল্লীতে আমন্ত্রন করলেন। এখন সোনিয়া ও মমতার বৈঠকে কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতির সম্ভবনা নিয়ে রাজনীতির নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে। বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্ট বিষয়ে আহমেদ প্যাটেল বললেন, ”নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দু’টি ফ্রন্ট হওয়া কাম্য নয়। মোদী-বিরোধী মঞ্চে আমরা সকলে একজোট হব।” এর আগেও সোনিয়ার গান্ধীর প্রতিনিধি হিসেবে অভিষেক মনু সিঙ্ঘভিও কলকাতায় গিয়ে এমন বার্তা দিয়েছেন। কংগ্রেস সূত্রের খবর অনুসারে, সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার সোনিয়া ও মমতার বৈঠক আয়োজন হবে।

এদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে আগামী সোমবার সন্ধ্যেবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লী যাওয়ার পরিকল্পনা আছে। সোনিয়ার সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকের কর্মসূচী থাকলেও রাহুলের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা এই মূহুর্তে নেই বলে জানা গেছে। জোট সম্ভবনা নিয়ে দলের রাজ্যসভার নেতা গুলাম নবি আজাদ বললেন, ”এআইসিসি অধিবেশনেই রাহুল স্পষ্ট করে দিয়েছেন, প্রধানমন্ত্রী পদে প্রার্থী বাছাই করা নয়, সাম্প্রদায়িকতার বিপদ থেকে দেশকে বাঁচানোই এখন বিরোধীদের কাজ। সে জন্য সমস্ত বিরোধী দলকে একজোট করাই কংগ্রেসের লক্ষ্য।” এদিকে মোদী-বিরোধী ফ্রন্ট ভাঙতে উদ্যত বিজেপি। আর কংগ্রেসের রণনীতি হলো যদি মোদীর বিরুদ্ধে একটি ফ্রন্ট গঠন করা সম্ভব না হয়, সে ক্ষেত্রে কোনও ফ্রন্ট না গড়ে রাজ্য অনুযাই আসন সমঝোতার পথে হাঁটা। দরকার হলে তার জন্য একটি সমন্বয়কারী কমিটি গড়া হতে পারে। এমনকী, সেই কমিটির আহ্বায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও ভাবা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!