এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মাদ্রাসার আড়ালে জঙ্গিঘাঁটি? কেন্দ্রের বিস্ফোরক অভিযোগ নিয়ে কি প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর?

মাদ্রাসার আড়ালে জঙ্গিঘাঁটি? কেন্দ্রের বিস্ফোরক অভিযোগ নিয়ে কি প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর?


খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ঘটার পর থেকেই বাংলা জঙ্গিদের আঁতুরঘর হয়েছে বলে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। সম্প্রতি এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিস্ফোরক অভিযোগ করে জানানো হয়, ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক জায়গায় জঙ্গিশিবির চালানো হচ্ছে। শুধু তাই নয়, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ও বর্ধমানের মত জেলাগুলির যে মাদ্রাসা রয়েছে সেখানে যুবক-যুবতীদের মগজ ধোলাই করে বাংলাদেশি জঙ্গি সংগঠনকে ব্যবহার করছে বলেও জানানো হয়।

আর কেন্দ্রের পক্ষ থেকে এই রিপোর্ট আসার পরই গত বুধবার বিধানসভার অধিবেশনে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নানকে। রাজ্যের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আঁতুড়ঘর হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আর এরপরেই রাজ্যজুড়ে এই নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। আর এই পরিস্থিতিতে এবার এই গোটা বিষয় নিয়ে বিধানসভার অধিবেশনে উপস্থিত হয়ে মুখ খুলতে দেখা গেল বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “লোকসভায় প্রশ্ন ওঠার পর 28 জুন রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয় যে মাদ্রাসায় এরকম হয় কিনা! আমরা উত্তর দিয়েছিলাম যে প্রশ্নই ওঠে না। সমাজবিরোধীরা সমাজবিরোধীই হয়। এর সঙ্গে কোনো ধর্মকে জড়ানো উচিত নয়। কোনো একক ব্যক্তি বা ছাত্র যদি জঙ্গি বা সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে থাকে, তবে সরকার দেখবে। কিন্তু ধর্মের ভিত্তিতে এটাকে ভাগাভাগি করা ঠিক নয়।”

এদিকে বিরোধীদের পক্ষ থেকে এই গোটা ঘটনা নিয়ে সোচ্চার হলে, এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, “সার্বিকভাবে এর জন্য মাদ্রাসাকে ভুল বলা অন্যায়।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের মাদ্রাসাগুলিতে জঙ্গি উপদ্রব হচ্ছে এই অভিযোগ প্রকাশ্যে এলে ধর্মের ভিত্তিতে হানাহানি ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেন অনেকেই। আর তাই এদিন এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বিধানসভায় নিজের মত ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!