এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত ভোটটা আপনারা করুন, আমি ২০১৯-এর ভোটটা করব: মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত ভোটটা আপনারা করুন, আমি ২০১৯-এর ভোটটা করব: মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপাতত লক্ষ্য জাতীয় রাজনীতি। ২০১৯ সালে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর সরকারকে সরিয়ে দেওয়ায় তাঁর পাখির চোখ। আর তাই জাতীয় রাজনীতিতে ঘুঁটি সাজাতে এবং বিজেপি বিরোধী বৃহত্তর জোটের নেতৃত্ত্ব দিতে সারা ভারত চোষে বেড়ানোর পরিকল্পনায় ছিলেন তিনি। ইতিমধ্যেই দিল্লিতে একাধিক বৈঠক করে ফেলছেন, এবার লক্ষ্য দাক্ষিণাত্যের রাজনীতি। কিন্তু সেই পরিকল্পনা শিকেয় তুলেই রাজ্যে ফায়ার আসতে হয় আসানসোল-রানিগঞ্জের হিংসাত্মক পরিস্থিতিতে। আর তারপরে রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ডামাডোল আর তাঁকে রাজ্য থেকে বেরোতে দেয় নি। কিন্তু বিরোধীদের মামলার জট কেটে আবার পঞ্চায়েত নির্বাচনের কার্যাবলী শুরু হয়েছে, আর তাই দলের দুই তরুণ তুর্কির হাতে পঞ্চায়েতের সব দায়িত্ত্ব তুলে দিয়ে তিনি আবার পাড়ি দিতে চলেছেন দাক্ষিণাত্যের রাজনীতিতে নিজের ঘুঁটি সাজাতে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিছুদিন আগেই প্রকাশ্য মঞ্চ থেকেই তিনি বলেছিলেন, পঞ্চায়েত ভোটটা আপনারা করুন, আমি ২০১৯-এর ভোটটা করব। পঞ্চায়েতের দায়িত্ত্ব দিয়েছিলেন অতীব নির্ভরশীল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর উপর। কিন্তু এত বড় নির্বাচনে স্বয়ং তৃণমূল নেত্রী থাকবেন না? দুই তরুণ তুর্কি পারবেন সব সামলাতে? তৃণমূলের অভ্যন্তরীণ খবর বলছে, অবশ্যই পারবেন। কেননা তাঁদের বিশ্বাস, রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বে যে উন্নয়নের জোয়ার এসেছে, তাতে এককথায় বিরোধীরা ছত্রভঙ্গ। বিপুল জনসমর্থন রাজ্যের শাসকদলের পাশেই, বিরোধীদের সংগঠন বা নেতৃত্ত্ব বলে কোনো কিছুই নেই। এই পরিস্থিতে জয়ের ব্যাপারে নিশ্চিন্ত মুখ্যমন্ত্রী তুলে আনতে চান দলের পরবর্তী প্রজন্মকে। আর তাই জাতীয় রাজনীতির ভোল বদলে দিতে নিজে ব্যস্ত থেকে পঞ্চায়েতে দায়িত্ত্ব বিশ্বস্ত দুই সৈনিককে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!