এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজেও নাকি কেটেছেন ধান! কিভাবে চাষ করতে হয় একগুচ্ছ পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির!

নিজেও নাকি কেটেছেন ধান! কিভাবে চাষ করতে হয় একগুচ্ছ পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির!


বারবার বলা হচ্ছে, লকডাউনের সময় কেউ বাইরে বেরোবেন না। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া সাধারণ মানুষ যাতে গৃহবন্দী হয়ে থাকেন, তার জন্য সরকারের পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ স্বাভাবিক দিনের মতই বাইরে বের হচ্ছেন। যার ফলে তৈরি হচ্ছে সমস্যা। করোনা ভাইরাস আটকানোর জন্য লকডাউন পন্থাকে বেছে নেওয়া হলেও, কোথাও ধর্মীয় সমাবেশ, আবার কোথাও বা একসাথে বিভিন্ন কাজে জড়ো হতে দেখা যাচ্ছে অনেক মানুষকে।

বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলায় লকডাউন প্রক্রিয়া ঠিকমত মানা হচ্ছে না। তাই সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই বাইরে বেরিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করার সাহস দেখাচ্ছেন। আর কেন রাজ্য প্রশাসন সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করতে, লকডাউন আইনকে মান্যতা দিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে একাংশকে। আর এই পরিস্থিতিতে মাঠে ধান তোলার জন্য প্রচুর মানুষ একসাথে জড়ো হওয়ায় তা নিয়ে উষ্মা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার নবান্নের সভাগৃহে সাংবাদিক বৈঠক করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চার থেকে পাঁচ জনে ধান কাটা হয়ে যায়। এদের মধ্যে দুজন ধান কাটে। আর বাকিরা তা তুলতে তুলতে যায়। ধান কাটতে বেশি লোকের দরকার নেই। ধান কাটতে 50 জন কখনও যায় না। ধান কাটার সময় কোনো রকমের কম্প্রোমাইজ করা হবে না। আমিও মাঠে ধান কেটেছি। তাই আমি বিষয়টা জানি।”

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে ধান কাটার জন্য মাঠে যাতে বেশি ভিড় না হয়, তার জন্য কৃষকদের সতর্ক করে দিলেন। এদিন 100 দিনের কাজের যে সমস্ত শ্রমিকরা বসে রয়েছেন, তাদের দিয়েও ধান কাটানো যেতে পারে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অন্যদিকে চাষীদের ধান বিক্রি করার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তাদের বাড়ি থেকেই ধান সংগ্রহ করা হবে এবং মোবাইল অ্যাপ তৈরি করা হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করতে শুরু করেছেন যে, বিভিন্ন মহল থেকে রাজ্যে লকডাউন আইন অমান্য হওয়া নিয়ে তার বিরুদ্ধে সরব হওয়ার প্রবণতা বাড়ছে। আর সেদিক থেকে এই ব্যাপারে যাতে কোনো খামতি চোখে না পড়ে, তার জন্য ধান তোলার ক্ষেত্রে বেশি লকডাউন করার ব্যাপারে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই বার্তা কৃষকরা কতটা কানে তোলেন, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!