এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আর মমতার মুখে ভরসা নয়? শুভেন্দুর ‘পায়ে পড়ছে’ গোটা তৃণমূল দলটা! দেখে মজা নিচ্ছেন অধীররা?

আর মমতার মুখে ভরসা নয়? শুভেন্দুর ‘পায়ে পড়ছে’ গোটা তৃণমূল দলটা! দেখে মজা নিচ্ছেন অধীররা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে প্রতিমুহূর্তে খেলা ঘুরিয়ে দিচ্ছেন তৃণমূলের শীর্ষনেতা শুভেন্দু অধিকারী। মন্ত্রীপদ ত্যাগ করে এখন দলত্যাগ করতে পারেন এই হেভিওয়েট নেতা বলে জল্পনা শুরু হয়েছে। আর তার মাঝেই মঙ্গলবার সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে দেখা যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। সূত্রের খবর, সেখানেই শুভেন্দু অধিকারীর মানভঞ্জন চেষ্টা করা হয়। কিন্তু এই ব্যাপারে এখনও পর্যন্ত শুভেন্দুবাবুর তরফ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আর এতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলেন বলে তৃণমূলের সকলের দাবি করলেও, এবার শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর জন্য যেভাবে তৃণমূলের সকলস্তরের নেতা নেত্রীরা উঠে পড়ে লেগেছেন, তা দেখে বেজায় খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যেখানে এতদিন তৃণমূলের পক্ষ থেকে একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করা হলেও, যেভাবে শুভেন্দু অধিকারীর দলত্যাগ নিয়ে জল্পনা চলার সময় তার মান ভাঙাতে তৃণমূল উঠে পড়ে লেগেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের মুখ নয় বলে দাবি করতে শুরু করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি।

অর্থাৎ তিনি এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক তৃণমূল কংগ্রেসের ভালোমতো কাজ করলেও, এখন সেই ম্যাজিক ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে। আর তাই শুভেন্দু অধিকারীর মত গুরুত্বপূর্ণ নেতার মান ভাঙানোর জন্য তৃণমূলের সকল স্তরের নেতা-নেত্রীকে ময়দানে নামতে দেখা যাচ্ছে।

সূত্রের খবর, এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “দেখে ভালো লাগছে, একটা গোটা দল শুভেন্দুর পায়ে পড়ে গিয়েছে। তার মানে তৃণমূলে একটাই মুখ নেই। 294 আসনে একজন প্রার্থী নন।” এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নিয়েও কটাক্ষ করতে দেখা যায় প্রদেশ কংগ্রেসের সভাপতিকে। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের একার ম্যাজিকে আর কাজ হচ্ছে না। এখন গোটা তৃণমূল দল শুভেন্দুর পায়ে পড়ে গেছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করার সময় জানিয়ে দিয়েছিলেন প্রত্যেকটি আসলে তিনি প্রার্থী। অর্থাৎ সেই সময় বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হলেও, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথার কারণে তৃনমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে। কিন্তু বর্তমানে 2021 সালের নির্বাচন অনেকটাই আলাদা। বিজেপির প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছে।

অন্যদিকে ঘর সাজাতে শুরু করেছে বাম এবং কংগ্রেস। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের সবথেকে জনপ্রিয় মুখ বলে পরিচিত শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছে টালমাটাল পরিস্থিতি। অনেকেই আশা করেছিলেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লেখাবেন। কিন্তু মঙ্গলবার রাতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বৈঠক হয়। আর সেখানেই তার মানভঞ্জনের পালা চলে। এদিন সেই কথা তুলে ধরেই তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক কাজ করবে না বলে বুঝিয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী।

বিশ্লেষকরা বলছেন, অধীর রঞ্জন চৌধুরী একথা বলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। একদিকে তিনি যেমন তৃণমূলের অন্দরমহলের ভাঙ্গনকে আরও বৃদ্ধি করার চেষ্টা করলেন, ঠিক তেমনই বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক ফিকে হয়ে গেছে।

কেননা যদি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন, তাহলে তার হাত ধরে তৃণমূলে ব্যাপক ভাঙ্গন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সকলে। তাই এই পরিস্থিতিতে অধীর রঞ্জন চৌধুরী সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করে তাকে কিছুটা “হিরো” বানিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করার চেষ্টা করলেন। আর অধীর রঞ্জন চৌধুরীর এই ধরনের বক্তব্য কার্যত কৌশলমূলক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!