এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার জেরে ভেঙে পড়ছে অর্থনীতি! বাংলাকে বাঁচাতে একগুচ্ছ কঠিন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

করোনার জেরে ভেঙে পড়ছে অর্থনীতি! বাংলাকে বাঁচাতে একগুচ্ছ কঠিন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

টানা 21 দিন দেশ লকডাউন হয়ে গেলে, সেই অবস্থা কাটিয়ে উঠে কোন দৃশ্য দেখতে হবে, তা ভেবে আতঙ্কিত হয়ে উঠছেন সকলেই। প্রধানমন্ত্রী যেমন দেশের অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে চিন্তা করছেন, ঠিক তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রীরা চিন্তা করছেন, রাজ্যের অর্থনৈতিক মেরুদন্ড সোজা রাখতে। এই পরিস্থিতিতে করোনা যখন লকডাউন এনে দিয়েছে, ঠিক তখনই রাজ্যে নতুন সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনিতেই প্রায়শই বাংলার প্রশাসনিক প্রধান অভিযোগ করেন যে, বিগত বাম সরকারের দেনা সবসময় শোধ করতে হচ্ছে তাদের। এক্ষেত্রে কেন্দ্রের কাছে আর্থিক সহযোগিতা চেয়েও পাওয়া যায় না বলে অভিযোগ তাঁর। কিন্তু করোনা মহামারীর ফলে দেনায় দায়গ্রস্ত বাংলা কিভাবে ঘুরে দাঁড়াবে, তা নিয়ে চিন্তা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাই এবার তিনি নিলেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মোট পাঁচ দফা সিদ্ধান্ত নেন। যার মধ্যে নতুন নিয়োগ বন্ধ, নতুন প্রকল্প স্থগিত রাখা, গাড়ি কম্পিউটার ফার্নিচার না কেনা এবং ইপিএফ থেকে কেবলমাত্র শিক্ষা চিকিৎসা ও বিবাহ খাতে টাকা তোলার মত সিদ্ধান্ত। আর বর্তমান সময়ে রাজ্যকে রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা নতুন প্রকল্প এবং নতুন নিয়োগের সিদ্ধান্ত যদি এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিত, তাহলে রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড বলে আর কিছু থাকত না। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকেই। তবে রাজ্যকে বাঁচাতে পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়া হলেও, সরকারি কর্মীদের বেতন, কন্যাশ্রীর টাকা এবং পেনশন কোনোভাবেই বন্ধ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশেষজ্ঞরা বলছেন, দেশ থেকে রাজ্য কেউ জানে না, কবে করোনা বিদায় নেবে। আর করোনা বিদায় নেওয়ার পর রাজ্যকে যে আরও একটা ভয়াবহ মহামারীর সম্মুখীন হতে হবে, তা হল অর্থনৈতিক মহামারি। আর সেই মহামারি যদি সামলানো না যায়, তাহলে প্রবল সমস্যার মুখে পড়তে হবে গোটা দেশকে।

তাই এই পরিস্থিতিতে নিজের রাজ্যকে বাঁচাতে এখন থেকেই এই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্ত নিলেও, অর্থনৈতিক মেরুদন্ড কতটা সোজা থাকে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!