এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুর্নীতি দমনে মমতা কঠোর হতেই কেঁপে গেল দল! একাধিক কঠিন পদক্ষেপে শাসকদলে শুদ্ধিকরনের বার্তা

দুর্নীতি দমনে মমতা কঠোর হতেই কেঁপে গেল দল! একাধিক কঠিন পদক্ষেপে শাসকদলে শুদ্ধিকরনের বার্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ দুর্যোগের পর ক্ষতিপূরণ দেওয়া নিয়ে তৃণমূলের নানা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বর্তমানে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ উঠেছে। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিরোধী দলের পক্ষ থেকেই দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি যে বরদাস্ত করা হবে না, তা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এক্ষেত্রে কোনো নেতাকে ধরতে হবে না বলেও সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এমনকি দলীয় স্তরে কেউ এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতেও দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বকে। তবে প্রশাসনিক স্তরে দুর্নীতি বন্ধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় যে খড়গহস্ত হয়ে উঠেছেন, তা প্রত্যক্ষ করছেন অনেকেই। তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক প্রধানের ভয়ঙ্কর রূপকেও রীতিমত ভয় পাচ্ছেন তার দলের অনেক নেতা কর্মীরাও। জানা গেছে, ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে প্রায় দুই হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। আর এই সমস্ত অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই দল, বর্ণ, রং দেখে সকলের উদ্দেশ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা তিনি প্রশাসনকে দিয়ে দিয়েছেন।

উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায় তৃণমূলের বিভিন্ন পঞ্চায়েত স্তরের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। এতদিন বিরোধীদের পক্ষ থেকে নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ তোলা হলেও, সরকারের পক্ষ থেকে সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে বিরোধীরা অভিযোগ তুলেছিল। কিন্তু এবার সামনের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একের পর এক তৃণমূল নেতাদের দুর্নীতি প্রকাশ্যে আসতেই রীতিমত সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা দেখে অনেকেই বলছেন, তৃণমূলে এবার হয়ত শুদ্ধিকরণের পালা শুরু হয়ে গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে, এভাবে যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে ক্ষমতায় ফেরা তাদের পক্ষে খুব একটা সহজ হবে না‌। তাই দলের ভাবমূর্তি মানুষের কাছে ভালো করতে এখন দুর্নীতিগ্রস্ত নেতাদের শাস্তি দিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি উপস্থাপন করতে চাইছে তৃণমূল নেতৃত্ব বলে মত ওয়াকিবহাল মহলের। অনেকে বলছেন, গত লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের আসন কমার পেছনে সবথেকে বড় দায়ী, তৃণমূলের অনেক জনপ্রতিনিধিদের দুর্নীতি। যার পরেই তৃণমূলের ভাবমূর্তি স্বচ্ছ করতে দলের তরফে দায়িত্ব দেয়া হয় বিশিষ্ট নির্বাচনী রননীতিকার প্রশান্ত কিশোরকে।

আর প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বচ্ছ মুখকে সামনে আনার প্রক্রিয়া শুরু করেন। কিন্তু বর্তমানে ভয়াবহ দুর্যোগের পর বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছিল। যার ফলে বিরোধীরা ময়দানে নেমে পড়ে। অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল।

এদিকে পরিস্থিতি সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিলেও, বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদের দুর্নীতি প্রকাশ্যে আসতে শুরু করে। তাই এই পরিস্থিতিতে এবার সেই সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনিক স্তরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রীতিমত নজির গড়তে চাইছেন বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। যা আগামী দিনে তার ভোটব্যাংককে অনেকটাই মজবুত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দলের ঊর্ধ্বে উঠে কতটা এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে পারেন, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!